kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র

পঞ্চম অধ্যায়

স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়ন

 

১।            কোনটি স্বতঃস্ফূর্ত অর্থসংস্থানের উৎস?

                ক) ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ

                খ) ফ্যাক্টরিং

                গ) ঋণ রেখা

                ঘ) বাণিজ্যিক কাগজ

২।            চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন নীতিতে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করা হয়?

                ক) আগ্রাসী নীতি

                খ) রক্ষণশীল নীতি

                গ) সমন্বয় নীতি

                ঘ) কোনোটিই নয়

৩।            ব্যবসায় ঋণের চূড়ান্ত খরচ কে বহন করে?

                ক) ক্রেতা                

খ) বিক্রেতা

                গ) ভোক্তা                

                ঘ) ক্রেতা ও বিক্রেতা

                নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সান্সি কম্পানির ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে ৬৫ দিন সময় লাগে; ধারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে ৪৫ দিনে। মজুদ পণ্যের গড় অবস্থানকাল ৩৫ দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ ১ কোটি টাকা। পণ্যের বার্ষিক চাহিদা ৩ লাখ একক।

৪।            সান্সি কম্পানির নগদ আবর্তন কত?

                ক) ৫.৫ বার             খ) ৬ বার

                গ) ৬.৫ বার              ঘ) ৭ বার

৫।            ন্যূনতম পরিচালন নগদ কত?

                ক) ১৮,১৮,১৮১ টাকা

                খ) ১৬,৬৬,৬৬৭ টাকা

                গ) ১৫,৩৮,৪৬২ টাকা

                ঘ) ১৪,২৮,৫৭১ টাকা

৬।           মজুদ নিয়ন্ত্রণ দ্বারা কোনো প্রতিষ্ঠানের যা হ্রাস পায় তা হলো—

                 i. স্থায়ী খরচ রর. মূলধন ব্যয় ররর. পণ্যের বিনষ্টতা

                নিচের কোনটি সঠিক?

                ক) i ও ii   খ) i ও iii

                গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

৭।            প্রাপ্ত বিলের উৎপত্তি হয় কিভাবে?

                ক) কু-ঋণ থেকে

                খ) ফরমায়েশ থেকে

                গ) ধারে বিক্রয় থেকে

                ঘ) ধারে ক্রয়ের থেকে

৮।            স্বল্পমেয়াদি অর্থায়নে মূলধন ব্যবহৃত হয়—

                i. কাঁচামাল ক্রয় করতে           

                ii. মজুরি প্রদানে                      

                iii. যন্ত্রপাতি ক্রয়ে

                নিচের কোনটি সঠিক?

                ক) i ও ii   খ) i ও iii

                গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

৯।            নিচের কোনটি ফরমায়েশ ব্যয়?

                ক) মজুদ ব্যয়

খ) পরিবহন

                গ) বীমা খরচ

                ঘ) গুদাম ভাড়া

১০।          আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনটি?

                ক) বাণিজ্যিক কাগজ

                খ) ব্যাংকের স্বীকৃতিপত্র

                গ) ঋণ রেখা

                ঘ) ঘূর্ণায়মান ঋণ

১১।          চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকে কী বলে?

                ক) মোট মূলধন

                খ) নিট চলতি মূলধন

                গ) মোট চলতি মূলধন

                ঘ) নিট দায়

১২।          ব্যবসায়ে সর্বাধিক তরল সম্পদ কোনটি?

                ক) অগ্রিম খরচ       

                খ) প্রাপ্য হিসাব

                গ) চেক    ঘ) মজুদ পণ্য

১৩।          ৩/১০, নিট/৩০ এর ক্ষেত্রে বাট্টার হার কত?

                ক) ৩০ খ) ১০ গ) ৭ ঘ) ৩

১৪।          রবি সোনালী ব্যাংক থেকে ৬ মাসের জন্য ঋণ অর্থায়ন করলেন। এটি কোন ধরনের অর্থায়ন?

                ক) স্বল্পমেয়াদি         

                খ) মধ্যমেয়াদি

                গ) দীর্ঘমেয়াদি ঘ) স্থায়ী

১৫।          অতিরিক্ত মজুদ পণ্য রাখলে—

                i. ভবিষ্যতে মূল্য হ্রাসজনিত ক্ষতির সম্ভাবনা তৈরি হয়

                ii. তারল্য সমস্যা তৈরি হতে পারে

                iii. অনাদায়ী পাওনা হ্রাস পায়

                নিচের কোনটি সঠিক?

                ক) i ও ii   খ) i ও iii

                গ) ii ও iii                 ঘ) i, ii ও iii

১৬।         চলতি মূলধন সংগ্রহের ক্ষেত্রে সাধারণত কয়টি নীতি অবলম্বন করতে হয়?

                ক) ২ খ) ৩ গ) ৪  ঘ) ৫

১৭।          চলতি মূলধনের উৎস কোনটি?

                ক) শেয়ার ইস্যু        

                খ) ধারে পণ্য ক্রয়

                গ) অগ্রাধিকার শেয়ার

                ঘ) ঋণপত্র ইস্যু

১৮।          স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো—

                i. ব্যবসায় ঋণ                          

                ii. ক্রেতার নিকট থেকে অগ্রিম ঋণ         

iii. বকেয়া খরচ

                নিচের কোনটি সঠিক?

                ক) i ও ii   খ) i ও iii  গ) ii ও iii                ঘ) i, ii ও iii

                নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

                হলমার্কস কম্পানি ধারে কাঁচামাল ক্রয় করে এবং উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করে। কম্পানি পাওনা পরিশোধের জন্য ৩৫ দিন সময় পেয়ে থাকে এবং কম্পানি তার দেনাদারের দেনা পরিশোধের জন্য ৪৫ দিন সময় দেয়। এ ছাড়া কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদনের সময় লাগে ৫ দিন।

১৯।          হলমার্কস কম্পানির নগদ চক্র হবে—

                ক) ৫ দিন

                খ) ১০ দিন

                গ) ১৫ দিন

                ঘ) ২০ দিন

২০। হলমার্কস কম্পানির মোট নগদ আবর্তন কত?

ক) ৪.২৩ 

খ) ২৪

গ) ৩৬     

ঘ) ৭২

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. গ ৮.ক ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. গ।

মন্তব্য