kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

সৃজনশীল প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । হিসাববিজ্ঞান প্রথম পত্র

মুহাম্মদ নাঈমুর রহমান, প্রভাষক, হিসাববিজ্ঞান, নটর ডেম কলেজ, ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । হিসাববিজ্ঞান প্রথম পত্র

ষষ্ঠ অধ্যায় : প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ

১। হাবিব অ্যান্ড কোংয়ের হিসাব বহি থেকে নিম্নলিখিত তথ্যসমূহ প্রদত্ত হলো :        

অনাদায়ী পাওনা সঞ্চিতি (১.১.১৫)            ৪,০০০ টাকা

অবলোপনকৃত অনাদায়ী পাওনা              ২,৪০০ টাকা

প্রাপ্য হিসাব (৩১.১২.১৫)          ৫০,০০০ টাকা

অহিসাবভুক্ত অনাদায়ী পাওনা ১,২০০ টাকা

প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে।

ক) নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো।        ২

খ) উপরোক্ত লেনদেনসমূহের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।              ৪

গ) উপরোক্ত তথ্য থেকে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো।       ৪

১। (ক) সমাধান : নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় :

উত্তর : নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ২,৪৪০ টাকা।

১। (খ) সমাধান :   

হাবিব অ্যান্ড কোং

জাবেদা দাখিলা          

      

উত্তর : জাবেদার যোগফল ৭,৬৮০ টাকা।

 

১। (গ) সমাধান : হাবিব অ্যান্ড কোং

          অনাদায়ী পাওনা হিসাব হিসাবের কোড নং—

  

 অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব               হিসাবের কোড নং—

 

উত্তর : অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের জের ২,৪৪০ টাকা।

 

২। ২০১৩ সালের সামিয়া ট্রেডার্সের দেনাদার ও অনাদায়ী পাওনাসংক্রান্ত তথ্য দেওয়া হলো :                      

দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।

ক) নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো।        ২

 

খ) অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রস্তুত করো।        ৪

 

গ) সামিয়া ট্রেডার্সের আয় বিবরণী ও আর্থিক অবস্থার হিসাব বিবরণী প্রস্তুত করো।    ৪ 

২। (ক) সমাধান : নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় :

উত্তর : নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৭,০০০ টাকা।

 

২। (খ) সমাধান :  অনাদায়ী পাওনা হিসাব

                হিসাবের কোড নং—

   

 অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব               হিসাবের কোড নং—

২। (গ) সমাধান :  সামিয়া ট্রেডার্সের

                 আয় বিবরণী (আংশিক)

       ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য

উত্তর : অনাদায়ী পাওনা খরচ ১২,০০০ টাকা।

 

সামিয়া ট্রেডার্সের

আর্থিক অবস্থার বিবরণী (আংশিক)

২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে

উত্তর : আদায়যোগ্য প্রাপ্য হিসাব ৬৩,০০০ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা