kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

সৃজনশীল প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । বাংলা প্রথম পত্র

মো. শহিদুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । বাংলা প্রথম পত্র

পলাশীর যুদ্ধ

নাটক : সিরাজউদ্দৌলা

সৃজনশীল প্রশ্ন

হায়, তাত, উচিত কি তব

এ কাজ, নিকষা সতী তোমার জননী! সহোদর রক্ষঃশ্রেষ্ঠ! শূলিশম্ভুনিভ

কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসববিজয়ী!

নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?

চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?

ক) সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য কোথায় সংঘটিত হয়েছিল?

খ) ‘শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়’—ব্যাখ্যা করো।

গ) উদ্দীপকের তাত চরিত্রের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়, নির্ণয় করো।

ঘ) উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের বিশ্বাসঘাতকদের সম্পূর্ণ চরিত্র ধারণ করেছে কি? তোমার মতামত বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্নের ক ও খ-এর উত্তর

ক) সিরাজউদ্দৌলা নাটকের শেষ দৃশ্য সংঘটিত হয়েছিল জাফরগঞ্জের কয়েদখানায়।

খ) শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়—উক্তিটি মীরজাফর ক্লাইভের উদ্দেশে করেছিলেন। এখানে শুভ কাজ বলতে গোপন চুক্তিপত্রে সই করাকে  বোঝানো হয়েছে।

ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে হটিয়ে মীরজাফরকে বাংলার নবাব বানানোর গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীরজাফর নবাব হওয়ার আশায় তাদের প্রস্তাবে সহজেই রাজি হয়ে যান। চুক্তি অনুযায়ী বাংলার নবাব হবেন মীরজাফর আর পরোক্ষভাবে দেশ চালাবে ইংরেজরা। বিশ্বাসঘাতক মীরজাফর এই গোপন ষড়যন্ত্রকে শুভ কাজ বলে আখ্যায়িত করেছিলেন এবং এই শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয় বলে তিনি মন্তব্য করেছিলেন।

উপন্যাস ও নাটক

জ্ঞানমূলক প্রশ্ন

১। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপ কার? উত্তর : ক্লেটনের।

২। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী? উত্তর : মোহাম্মদী বেগ।

৩। ঘসেটি বেগম কোন প্রাসাদে বাস করতেন? উত্তর : মতিঝিল প্রাসাদে।

৪। মীরজাফরের প্রকৃত নাম কী?

উত্তর : মোহাম্মদ জাফর আলী খান।

৫। পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? উত্তর : তিন হাজার।

৬। লালসালু উপন্যাসের ইংরেজি নাম কী? উত্তর : Tree without roots.

৭। ‘মরা মানুষ জিন্দা হয় কেমনে’—উক্তিটি কার? উত্তর : মজিদের।

৮। গারো পাহাড় মধুপুর গড় থেকে কত দিনের পথ?

উত্তর : তিন দিনের।

৯। ‘লালসালু’ উপন্যাসের ইউনিয়ন বোর্ডের  প্রেসিডেন্টের নাম কী? উত্তর : মতলুব খাঁ।

১০। মজিদ কোথায় মাজারকেন্দ্রিক ব্যবসা শুরু করে? উত্তর : মহব্বতনগর গ্রামে।

মন্তব্যসাতদিনের সেরা