kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

বহু নির্বাচনী প্রশ্ন

এইচএসসি বিশেষ প্রস্তুতি । জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএইচএসসি বিশেষ প্রস্তুতি । জীববিজ্ঞান প্রথম পত্র

নবম অধ্যায় : উদ্ভিদ শারীরতত্ত্ব

১।        কোন উপাদানটি মাইক্রো মৌল?

            ক) নাইট্রোজেন         খ) অক্সিজেন

            গ) কপার        ঘ) কার্বন

২।        কোন উপাদানটি উদ্ভিদ ক্যাটায়ন হিসেবে শোষণ করে?

            ক) N   খ) Cl

            গ) B    ঘ) K

৩।       নিচের কোনটি সক্রিয় পরিশোষণ মতবাদ?

            ক) ব্যাপক প্রবাহ

            খ) আয়ন বিনিময়

            গ) লেসিথিন বাহক

            ঘ) ডোন্যান সাম্যাবস্থা

            নিচের চিত্রটি লক্ষ করো এবং ৪-৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৪।        A চিহ্নিত অংশের নাম কী?  

            ক) রক্ষীকোষ             খ) গ্রন্থিকোষ

            গ) সহকারী কোষ      ঘ) ভাজক কোষ

৫।       চিত্রের ই চিহ্নিত গঠনটি—

            i. গ্যাস বিনিময় করে

            ii. উদ্ভিদকে শীতল রাখে

            iii. সালোকসংশ্লেষণে ভূমিকা রাখে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) i ও iii

            গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৬।       উদ্দীপকের ‘ই’ চিহ্নিত অংশটি উন্মুক্ত হওয়ার কারণ—

            i. অন্ত অভিস্রবণ

            ii. আলোর উপস্থিতি

            iii. স্টার্চ সঞ্চয়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) i ও iii

            গ) ii ও iii        ঘ) i, ii ও iii

৭।        সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে?

            ক) স্ট্রোমা      

খ) অক্সিজোম

            গ) স্ট্রোমা ল্যামেলাম

            ঘ) থাইলাকয়েড

৮।       সালোকসংশ্লেষণের সময় বর্ণালির কোন আলো বেশি ব্যবহৃত হয়?

            ক) বেগুনি-নীল ও আসমানি-সবুজ

            খ) বেগুনি-নীল ও নীল-সবুজ

            গ) বেগুনি-নীল ও নীল-কমলা-লাল

            ঘ) বেগুনি-নীল ও নীল-কমলা

৯।       কত আলোক তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষণ সর্বাধিক হয়?

            ক) ৪০০-৫০০ nm

            খ) ৫০০-৬০০ nm

            গ) ৬০০-৭০০ nm

            ঘ) ৬০০-৮০০ nm

১০।     কোন পদার্থটি ইলেকট্রন গ্রহীতার ন্যায় কাজ করে?

            ক) ফ্ল্যাভিন   

            খ) ফিয়োফাইটিন

            গ) ATP         

            ঘ) NADP

            নিচের বিক্রিয়াটি লক্ষ করো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১।      উদ্দীপকে প্রদর্শিত বিক্রিয়ায় ‘Y’-এর ক্ষেত্রে প্রযোজ্য—

            i. আলোক নিরপেক্ষ অধ্যায়ে উৎপন্ন

            ii. উপজাত হিসেবে নিগৃহীত

            iii. উৎস হলো পানি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) ii ও iii

            গ) i ও iii         ঘ) i, ii ও iii

১২।     উদ্দীপকের বিক্রিয়ার নির্দেশিত ‘X’ হলো—

            ক) মনোস্যাকারাইড

            খ) ডাইস্যাকারাইড

            গ) অলিগোস্যাকারাইড

            ঘ) পলিস্যাকারাইড

            উদ্দীপকটি লক্ষ করো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩।     উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নের কোন উদ্ভিদে ঘটে?

            ক) গম            খ) ভুট্টা

            গ) আখ          ঘ) আম

১৪।     উদ্দীপকের ‘Y’-এর সঙ্গে ১ অণু পানি যোগ করলে কী তৈরি হবে?

            ক) ৩-ফসফোগ্লিসারিক এসিড

            খ) অক্সালো অ্যাসিটিক এসিড

            গ) ৩-ফসফোগ্লিসারালডিহাইড

            ঘ) ফসফোইনল পাইরুভিক এসিড

১৫।     কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়?

ক) আম         

খ) পাট

গ) আখ         

ঘ) কলা

            উদ্দীপকটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৬।    ‘P’ চিহ্নিত স্থানে কোন এনজাইমটি ক্রিয়াশীল?

            ক) ডিহাইড্রোজিনেজ

            খ) আইসোমারেজ

            গ) অ্যালডোলেজ

            ঘ) কার্বোক্সিলেজ

১৭।     উদ্দীপকে প্রদর্শিত চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট—

          i. ক্রাঞ্চ অ্যানাটমি

          ii. কাইনেজ

            iii. রাইবুলোজ ১, ৫ বিসফসফেট

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) i ও iii

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

            নিচের উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৮।     উদ্দীপকে ‘A’ ধাপে নিট কয়টি ATP উৎপন্ন হয়?

            ক) ২  খ) ৩   গ) ৪    ঘ) ৫

১৯।     উদ্দীপকে ‘চ’ চক্রে—

            i. প্রথম উৎপন্ন হয় সাইট্রিক এসিড

            ii. শেষে উৎপন্ন হয় ম্যালিক এসিড

            iii. চক্রটি মাইটোকন্ড্রিয়ায় ঘটে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii          খ) ii ও iii

            গ) i ও iii          ঘ) i, ii ও iii

২০।     গ্লুকোজ ৬-ফসফেট 

            ফ্লুক্টোজ-৬ ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়?

            ক) হাইড্রোলেজ

            খ) আইসোমারেজ

            গ) ট্রান্সফারেজ

            ঘ) লাইপেজ

২১।     গ্লাইকোলাইসিস ও ক্রেবসচক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি?

            ক) সাইট্রিক এসিড

            খ) পাইরুভিক এসিড

            গ) অ্যাসিটাইল ঈড়-অ

            ঘ) অক্সালো অ্যাসিটিক এসিড

২২।     ট্রাইকার্বোক্সিলিক চক্র নিচের কোনটি?

            ক) গ্লাইকোলাইসিস

            খ) ক্রেবসচক্র

            গ) C3 চক্র    

            ঘ) C4 চক্র

২৩।    সালোকসংশ্লেষণের ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়?

            ক) গ্লাইকোলাইসিস

            খ) অ্যাসিটাইল কো-এ তৈরি

            গ) সাইট্রিক এসিড চক্র

            ঘ) ইলেকট্রন ট্রান্সপোর্টতন্ত্র

            উদ্দীপকটি লক্ষ করো এবং ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            পাইরুভিক এসিড          

  ইথানল

২৪।    M যৌগ কোনটি?

            ক) অ্যাসিটালডিহাইড

            খ) ল্যাকটিক এসিড

            গ) অ্যাসিটাইল কো-এ

            ঘ) সাইট্রিক এসিড

২৫।    উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যবহৃত হয়—

            i. মদশিল্পে

            ii. চোখের ছানি

            iii. চা প্রক্রিয়াজাতকরণে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii        

            খ) i ও iii

            গ) ii ও iii      

            ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. খ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা