kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

এসএসসি বিশেষ প্রস্তুতি : হিসাববিজ্ঞান

সৃজনশীল নমুনা প্রশ্ন

মো. গোলাম মওলা, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএসএসসি বিশেষ প্রস্তুতি : হিসাববিজ্ঞান

  পূর্ণমান : ৭০

(বি. দ্র. : ক-বিভাগ থেকে ২টি এবং খ-বিভাগ থেকে যেকোনো ৫টিসহ সর্বমোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে)

ক-বিভাগ

১। রত্না অ্যান্ডের হিসাবরক্ষকের রেওয়ামিলটি— নিম্নরূপ :

সমন্বয়গুলো : সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫,০০০ টাকা ও বাজারমূল্য ৪,০০০ টাকা।

স্থায়ী সম্পদের ওপর অবচয় ১০% ধরতে হবে। বেতন ৬,০০০ টাকা বকেয়া আছে। বীমার প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে ২,৫০০ টাকা। দেনাদারের ৭০০ টাকা আদায়যোগ্য নহে।

ক) নিট স্থায়ী সম্পদের পরিমাণ কত?    ২

খ) মোট লাভ ১,৪১,০০০ টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ৪

গ) রত্না অ্যান্ডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।     ৪

২। রহিম অ্যান্ড কোং এবং করিম অ্যান্ড কোংয়ের ২০১৯ সালের হিসাব বহি থেকে তথ্যাদি সংগৃহীত :

ক) দুটি ব্যবসায়ের নিট মুনাফার হার নির্ণয় করো।  ২                                                                    

খ) দুটি ব্যবসায়ের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো।   ৪

গ) কোন ব্যবসায়ের আর্থিক অবস্থা ভালো তা ব্যাখ্যা করো।  ৪

খ-বিভাগ

৩। মনির একজন ব্যবসায়ী। ২০১৮ সালের জুন মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ :

জুন-১ : নগদ ২৫,০০০ টাকা, আসবাবপত্র ২৫,০০০ টাকা, পণ্য ২০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন।

জুন-৫ : পণ্য ক্রয় করেন ২০,০০০ টাকার, যার ১০% চেকে ছিল।

জুন-১০ : আয়কর প্রদান ৫,০০০ টাকা। 

জুন-১৫ : মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,০০০ টাকা।

জুন-২০ : বিক্রয় বাবদ নগদ ২৫,০০০ টাকা এবং  চেকপ্রাপ্তি ২০,০০০ টাকা।

ক) উত্তোলনের পরিমাণ নির্ণয় করো।    ২

খ) উপর্যুক্ত লেনদেনের সাধারণ জাবেদা করো।    ৪

গ) নগদান, ব্যাংক ও মূলধন হিসাব প্রস্তুত করো।  ৪

৪। ২০১৪ সালের মে মাসে মি. রতনের কতিপয় লেনদেনগুলো নিম্নরূপ :

মে-১ : নগদ ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ হলো।

মে-৫ :  করিম থেকে মাল ক্রয় ১০,০০০ টাকা।

মে-৮ :  ৫% বাট্টায় মাল ক্রয়  ৫,০০০ টাকা।

মে-১০ :  ১৮% বাট্টায় মাল বিক্রয় ৬,০০০ টাকা।

মে-১৫ : অনাদায়ী পাওনা হলো ৫,০০০ টাকা।

মে-২০ : মাল বিক্রয় করে চেক পাওয়া গেল ২,০০০ টাকা।

ক) উপর্যুক্ত লেনদেনগুলোতে কোনগুলো নগদান বইতে যাবে না, তার পরিমাণ নির্ণয় করো।    ২

খ) উপর্যুক্ত লেনদেনগুলোর জাবেদা তৈরি করো।   ৪

গ) মি. রতনের ব্যবসায়ের জন্য একটি উপযুক্ত নগদান বই তৈরি করো।     ৪

৫। জনাব শহীদুলের ২০১৪ সালের ডিসেম্বর মাসের লেনদেনগুলো নিম্নরূপ :

ডিসে-১ : কারবারে মূলধন আনা হলো    ৬০,০০০ টাকা।

ডিসে-১০ : ধারে পণ্য ক্রয়      ৪০,০০০ টাকা।

ডিসে-১৫ : নগদে পণ্য বিক্রয়    ৭০,০০০ টাকা।

ডিসে-২৫ : আসবাবপত্র ক্রয়ের  ফরমায়েশ প্রদান  ১০,০০০ টাকা।

ডিসে-৩০ : বিনিয়োগের সুদ পাওয়া গেল   ১০,০০০ টাকা।

ক) জনাব শহীদুলের মালিকানাস্বত্বের পরিমাণ কত? ২

খ) উপর্যুক্ত লেনদেনের প্রতিটি হিসাবকে শ্রেণিবিভাগ করো।  ৪

গ) উপর্যুক্ত লেনদেনগুলো ডেটর-ক্রেডিটর নির্ণয় করো।    ৪

৬। রূপসা ফার্নিচার ৫০টি টেবিল তৈরির অর্ডার পেয়েছে। উক্ত কার্য সম্পাদনের জন্য নিম্নোক্ত খরচগুলো হয়েছে :     টাকা

কাঠ ক্রয়      ৯০,০০০

কাঠমিস্ত্রির মজুরি      ১০,০০০

কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ কাঁচামালের    ২০%

বিক্রয় উপরিব্যয় কারখানা উপরিব্যয়ের    ২৫%

ক) রূপসা ফার্নিচারের প্রাপ্ত অর্ডারটির মুখ্য ব্যয় নির্ণয় করো। ২

খ) বিক্রয়মূল্য ১,৪৭,০০০ টাকা হলে উক্ত ফরমায়েশটির মোট ব্যয় ও মুনাফার পরিমাণ নির্ণয় করো।    ৪

গ) রূপসা ফার্নিচার যদি মোট ব্যয়ের ওপর ১০% মুনাফা করতে চায় তখন প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য কত নির্ধারণ করতে হবে।     ৪

 

৭। নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তের তথ্য সরবরাহ করা হলো :

ক) রেওয়ামিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না—তা নির্ণয় করো।   ২

খ) খতিয়ানের উদ্বৃত্তগুলোর সাহায্যে রেওয়ামিল প্রস্তুত করো।  ৪

গ) উপর্যুক্ত তথ্যের আলোকে নিহা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ৪

৮। মেহেদী হাসানের ২০১৪ সালের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল :

জুলাই-১ : নগদ ১,৭৫,০০০ টাকা; ২৫,০০০ টাকার পণ্যদ্রব্য এবং ২৫,০০০ টাকার  ব্যাংকঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন।

জুলাই-৫ : নগদে মাল ক্রয় ৩০,০০০ টাকা।

জুলাই-১০ : ধারে মাল ক্রয় ২০,০০০ টাকা।  

জুলাই-১৫ : নগদে মাল বিক্রয় ২৫,০০০ টাকা।

জুলাই-১৭ : ধারে মাল বিক্রয় ১০,০০০ টাকা।

জুলাই-২০ : আসবাবপত্র ক্রয় ৪০,০০০ টাকা; এর মূল্য বাবদ ২৫,০০০ টাকা নগদে এবং অবশিষ্ট অর্থ মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হলো।

জুলাই-৩০ : বিক্রয়কৃত মাল ফেরত পাওয়া গেল ২,৫০০ টাকা।

ক) মেহেদী হাসানের মূলধনের পরিমাণ কত?    ২

খ) মেহেদী হাসানের জাবেদা বইতে উক্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করো।     ৪

গ) জনাব মেহেদী হাসানের দেনাদার ও পাওনাদারের পরিমাণ নির্ণয় করো।   ৪

 

৯। কাশেম অ্যান্ড কোং নিম্নোক্ত প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করেন।

২০১৪ ইং

মার্চ-১ : মিরপুরের সাইফুল ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২০০ কেজি চাল ক্রয় করেন। চালান নম্বর ০৭। কারবারি বাট্টা ৭১/২%।

মার্চ-১৫ : চাঁদপুরের মুকুল ব্রাদার্স থেকে প্রতি কেজি ২২ টাকা দরে ২৫০ কেজি ময়দা ক্রয় করেন। চালান নম্বর

১০। কারবারি বাট্টা ৫%।

মার্চ-২৫ : মির্জাপুরের বাহাদুর অ্যান্ড সন্স থেকে প্রতি কেজি ৫৫ টাকা দরে ৫০০ কেজি বুটের ডাল ক্রয় করেন। চালান নম্বর ১১৫।  কারবারি বাট্টা ১০%। পরিবহন খরচ ৫০০ টাকা।

ক) মোট কারবারি বাট্টার পরিমাণ কত?   ২

খ) কাশেম অ্যান্ড কোংয়ের ক্রয় জাবেদা তৈরি করো। ৪

গ) উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে সহকারী খতিয়ান প্রস্তুত করো।  ৪

মন্তব্যসাতদিনের সেরা