kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

এসএসসি বিশেষ প্রস্তুতি ► হিসাববিজ্ঞান

মো. গোলাম মওলা, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেএসএসসি বিশেষ প্রস্তুতি ► হিসাববিজ্ঞান

        বহু নির্বাচনী প্রশ্ন        

১।        সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?

            ক) কর             খ) চাঁদা                         গ) কমিশন       ঘ) লভ্যাংশ

২।        হিসাবের প্রাথমিক বহি কোনটি?

            ক) রেওয়ামিল  খ) খতিয়ান  গ) জাবেদা           

            ঘ) আর্থিক বিবরণী

৩।        লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব ও নিখুঁত ফলাফল পেতে হলে কোন পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন?

            ক) একতরফা দাখিলা পদ্ধতি  খ) জমা-খরচ লেখার পদ্ধতি

            গ) দুই তরফা দাখিলা পদ্ধতি   ঘ) চূড়ান্ত হিসাবের মাধ্যমে

৪।        হিসাবের (T) ছকের  ঘরের সংখ্যা কয়টি?

            ক) ৭টি            

            খ) ৮টি            

            গ) ১০টি          

            ঘ) ১২টি

৫।        লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়, যখন—

            i. সম্পদ বৃদ্ধি পায় 

            ii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় 

            iii. খরচ হ্রাস পায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii                          খ) i, iii

            গ) ii, iii                        ঘ) i, ii ও iii

৬।       সর্বদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষের টাকার পরিমাণ কিরূপ হয়?

            ক) ডেবিট থেকে ক্রেডিট বেশি

            খ) ক্রেডিট থেকে ডেবিট বেশি

            গ) কমবেশি হতে পারে                         ঘ) সমপরিমাণ হয়

            নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            জনাব মামুনের ২০১৮ সালের মে মাসের লেনদেন নিম্নরূপ :

            মে-১ : সুমনের নিকট থেকে ক্রয় ১০,০০০ টাকা।

            মে-৫ : নগদে বিক্রয় ১২,০০০ টাকা।

            মে-১০ : দেনাদার থেকে প্রাপ্তি ৫,০০০ টাকা।

৭।        মামুনের লেনদেন কোন নগদান বহির অন্তর্ভুক্ত?

            ক) খুচরা           খ) তিন ঘরা      গ) দুই ঘরা        ঘ) এক ঘরা

৮।        জনাব মামুনের নগদ লেনদেনের পরিমাণ কত টাকা?

            ক) ৫,০০০       খ) ১২,০০০       গ) ১৫,০০০     ঘ) ১৭,০০০

৯।        উত্তোলন কোন শ্রেণির হিসাব?

            ক) সম্পদ        খ) দায়             গ) মালিকানাস্বত্ব                      ঘ) আয়

১০।      একটি পুরনো যন্ত্রপাতি বিক্রয় ৮০,০০০ টাকা এবং এর ব্যবহার-পরবর্তী মূল্য ৬৫,০০০ টাকা। মূলধনজাতীয় প্রাপ্তি কত? 

            ক) ১৪,০০০      খ) ১৫,০০০      গ) ১৬,০০০      ঘ) ৮০,০০০

১১।      হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে?

            ক) ঋণ প্রদানকারী       খ) সরকার       

            গ) মালিক       

            ঘ) পাওনাদার

১২।      নিচের কোন হিসাব মালিকানাস্বত্বকে প্রভাবিত করে?

            ক) সুনাম    খ) আসবাবপত্র     

            গ)  ঋণ     ঘ)  বিক্রয়

১৩।      ধারে পণ্য বিক্রয় ৫০০০ টাকা। এই লেনদেনটি কোন জাবেদায় লিপিবদ্ধ হয়?

            ক) সমন্বয়        খ) সমাপনী      গ) সংশোধনী    ঘ) বিক্রয়

১৪।      পারিবারিক বাজেটের শিক্ষা খাতে আনুমানিক খরচের হার কত?

             (ক) ৫%-১০% 

            (খ) ১০%-১৫% 

            (গ) ১৫%-২০% 

            (ঘ)  ২০%-২৫% 

১৫।      জনাব করিম আসবাবপত্র ক্রয়  করেন ২০,০০০ টাকা দিয়ে এবং আসবাবপত্রের পরিবহন ব্যয় বাবদ খরচ করেন ২,০০০ টাকা। জনাব করিমের আসবাবপত্রের মূল্য কত?

            ক) ২০,০০০     খ)  ২১,০০০     গ) ২২,০০০      ঘ) ২৩,০০০

১৬।     হিসাববিজ্ঞানের মূলভিত্তি কোনটি?

            ক) হিসাব         খ) লেনদেন      গ) জাবেদা       ঘ) রেওয়ামিল

১৭।      রেওয়ামিলের ক্রেডিটে বসে কোনটি? 

            ক) বেতন         খ) কমিশন       গ) উপভাড়া    

            ঘ) বীমা সেলামি

১৮।      আর্থিক বিবরণী কখন প্রস্তুত করা হয়?

            ক) মাসের শেষে                       খ) নির্দিষ্ট সময়ে                        গ) বছর শেষে  

            ঘ) যেকোনো সময়ে

১৯।      উৎপাদন ব্যয়ের উপাদান কয়টি?

            ক) ৩টি খ)  ৪টি             গ) ৫টি ঘ)  ৬টি

২০।     চলমান জের ছক অনুসরণ করে হিসাবের জের কখন নির্ণয় করা হয়?

            ক) প্রতিটি লেনদেন লিপিবদ্ধকরণের পরে        খ) সপ্তাহ শেষে                         গ) মাস শেষে  

            ঘ) বছর শেষে

২১। রেওয়ামিলে ডেবিট দিকে বসবে—

            i. বিক্রয় ফেরত                       

            ii. মূলধন         

            iii. উত্তোলন

নিচের কোনটি সঠিক? 

ক) i, ii              খ) i, iii                        

গ) ii, iii            ঘ) i, ii ও iii

২২। প্রকৃত লাভ-লোকসান নির্ণয়ে কোনটি জরুরি?

ক) পণ্যের সঠিক ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ণয়            

খ) পণ্যের গুণগত মান সঠিক রাখা

গ) দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ                  

ঘ) কম্পিউটারের মাধ্যমে হিসাব রাখা

            নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উওর দাও :

            রানী এন্টারপ্রাইজের নিট মুনাফা ৮,০০০ টাকা এবং বিক্রয় ১,০০,০০০ টাকা। অপরপক্ষে সাথী এন্টারপ্রাইজের মুনাফার হার ৮%।

২৩।     রানী এন্টারপ্রাইজের মুনাফার হার কত?

            ক) ১৬%          খ) ১২%            গ) ১০%           ঘ) ৮%

২৪।     উপরোক্ত তথ্য অনুযায়ী দায় পরিশোধের ক্ষমতা কার বেশি?

            i. রানীর বেশি

            ii. সাথীর বেশি  

            iii. উভয়ের সমান

            নিচের কোনটি সঠিক?

            ক) i      খ) ii

            গ) iii    ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. গ।

মন্তব্যসাতদিনের সেরা