kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

এসএসসি প্রস্তুতি ► হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক,সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১।        পণ্য ক্রয়ের সময় পরিশোধকৃত মূল্যকে কী বলে?

            (ক) মোট মূল্য 

            (খ) বিক্রীত মূল্য

            (গ) বিক্রীত পণ্যের মূল্য

            (ঘ) ক্রয়মূল্য

২।        ক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোনটি বিবেচ্য?

            (ক) প্যাকিং খরচ                      (খ) বেতন

            (গ) বিদ্যুৎ খরচ             (ঘ) বিজ্ঞাপন

৩ ।       জুতা তৈরির ক্ষেত্রে আরোপণযোগ্য খরচ কোনটি?

            (ক) চামড়া ক্রয়                        (খ) আঠা ক্রয়

            (গ) ছাঁচ বা ফর্মা তৈরি

            (ঘ) সেলাইয়ের সুতা ক্রয়

৪।        বই প্রকাশনী প্রতিষ্ঠানে কাগজ ক্রয়ের ব্যয় কোন ধরনের ব্যয়?

            (ক) প্রত্যক্ষ কাঁচামাল

            (খ) পরোক্ষ কাঁচামাল

            (গ) কারখানা উপরিব্যয়

            (ঘ) অফিস উপরিব্যয়

৫।        অফিস উপরিব্যয় হলো—

             i. টেলিফোন বিল                     ii. শোরুম ভাড়া

            iii. মনিহারি দ্রব্যাদি ক্রয়

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii                      (খ) i ও iii

            (গ) ii ও iii                    (ঘ) i, ii ও iii

৬।       প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

            (ক) মুখ্য ব্যয়                (খ) উৎপাদন ব্যয়

            (গ) রূপান্তর ব্যয়                       (ঘ) মোট ব্যয়

৭।        কিভাবে মুনাফা নির্ণয় করা হয়?

            (ক) বিক্রয়মূল্য—মোট ব্যয়       

            (খ) বিক্রয়মূল্য—ক্রয়মূল্য

            (গ) ক্রয়মূল্য—বিক্রয়মূল্য         

            (ঘ) বিক্রয়মূল্য—কমিশন

           

            উত্তর : . . . . . . . ক।

মন্তব্যসাতদিনের সেরা