kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

এসএসসি বিশেষ প্রস্তুতি ► ব্যবসায় উদ্যোগ

আসমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএসএসসি বিশেষ প্রস্তুতি ► ব্যবসায় উদ্যোগ

প্রথম অধ্যায়

১। নার্সারি হ্যাচারি কোন শিল্পের অন্তর্ভুক্ত?

উত্তর : প্রজননশিল্প।

২। জাতি, ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

উত্তর : সামাজিক পরিবেশের।

৩। উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কী?

উত্তর : প্রযুক্তিগত উন্নয়ন।

৪। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো লেখো।

উত্তর : সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং।

৫। শিল্প পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর : রূপগত।

দ্বিতীয় অধ্যায়

১। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি কী?

উত্তর : উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা।

২। সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে?

উত্তর : উদ্যোগ।

৩। উদ্যোগ কোন ধরনের হতে পারে?

উত্তর : উদ্যোগ যেকোনো বিষয়েই হতে পারে।

৪। ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা কে?

উত্তর : যিনি দৃঢ় মনোবল ও সাহসিকতার সঙ্গে ফলাফল অনিশ্চিত জেনেও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন, তিনি ব্যবসায় উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা।

৫। ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Entrepreneurship.

৬। ব্যবসায় উদ্যোক্তার ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর : Entrepreneur.

৭। পৃথিবী বিখ্যাত কয়েকজন শিল্পোদ্যোক্তার নাম লেখো?

উত্তর : জাপানের কনোকে ম্যাটসুসিটা, আমেরিকার হেনরি ফোর্ড, বাংলাদেশের জহুরুল ইসলাম প্রমুখ।

৮। বাংলাদেশের বিখ্যাত শিল্পোদ্যোক্ত কারা?

উত্তর : জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা, জনাব আলী, স্যামসন এইচ চৌধুরী প্রমুখ।

৯। ব্যবসায় উদ্যোগ কী?

উত্তর : লাভের আশায় ঝুঁকি আছে জেনেও অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসায় উদ্যোগ।

১০। ব্যবসায় উদ্যোগের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর : মুনাফা অর্জন।

১১। ব্যবসায় উদ্যোগ ছাড়া অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য কী?

উত্তর : জনকল্যাণ।

১২। ব্যবসায় উদ্যোগের দুটি ফলাফল লেখো?

উত্তর : একটি ব্যবসায়প্রতিষ্ঠান, আরেকটি পণ্য বা সেবা।

১৩। সফল উদ্যোক্তারা কিভাবে সিদ্ধান্ত নেন?

উত্তর : বিচার-বিশ্লেষণের মাধ্যমে।

১৪। সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য কী?

উত্তর : পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ।

১৫। ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকে কী বলে?

উত্তর : ব্যবসায়ের ঝুঁকি।

১৬। উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বিশেষ আনন্দ পান?

উত্তর : চ্যালেঞ্জমূলক।

১৭। উদ্যোক্তার চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক কোনটি?

উত্তর : সাফল্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা।

১৮। প্রকৃত উদ্যোক্তাদের বৈশিষ্ট্য কী?

উত্তর : নিজেদের ভুল অকপটে স্বীকার করেন এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন।

১৯। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?

উত্তর : প্রায় ৫০ শতাংশ।

২০। জাতীয় উৎপাদনের কত ভাগ শিল্প খাত থেকে আসে?

উত্তর : ৩০ শতাংশ।

২১। জাতীয় উৎপাদনের কত ভাগ কৃষি খাত থেকে আসে?

উত্তর : ২০ শতাংশ।

২২। যেকোনো দেশের উন্নয়নের কোন খাত মুখ্য ভূমিকা পালন করে?

উত্তর : শিল্প খাত।

২৩। যেকোনো পরিকল্পনাকে ব্যর্থতায় পর্যবসিত করতে পারে কোনটি?

উত্তর : মাত্রাতিরিক্ত ঝুঁকি এবং অতি আত্মবিশ্বাস।

২৪। আমেরিকার ফোর্ড কম্পানির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : হেনরি ফোর্ড।

২৫। জাপানের ম্যাটসুসিটা কম্পানির প্রতিষ্ঠাতা কে?

উত্তর : কনোকে ম্যাটসুসিটা।

২৬। ম্যাটসুসিটা কোন ধরনের প্রতিষ্ঠান?

উত্তর : ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

২৭। বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরিকে কী বলে?

উত্তর : উদ্যোগ।

২৮। বাঁশ ও বেতের সামগ্রীর দোকান স্থাপন করে পরিচালনা করাকে কী বলে?

উত্তর : ব্যবসায় উদ্যোগ।

মন্তব্যসাতদিনের সেরা