kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি বিশেষ প্রস্তুতি ভূগোল ও পরিবেশ

খায়রুন নাহার, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে[গতকালের পর]

১২। সমুদ্রস্রোত কী?

উত্তর : সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে। এটাই সমুদ্রস্রোত।

১৩। নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে?

উত্তর : সাধারণত ০-১৮ বছর বয়সের শিশু এবং ঊর্ধ্ব ৬৫ বছর বয়সের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলে।

১৪। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?

উত্তর : বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১০১৫ জন।

১৫। মানব বসতি কী?

উত্তর : কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্র হয়ে স্থায়ীভাবে বসবাস করাই মানব বসতি।

১৬। বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?

উত্তর : বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ ০.০৫ একর।

১৭। অর্থনৈতিক কার্যাবলি কাকে বলে?

উত্তর : পণ্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন, বিনিয়োগ এবং ব্যবহারের সঙ্গে সম্পর্কযুক্ত যেকোনো মানবীয় আচরণের প্রকাশকেই অর্থনৈতিক কার্যাবলি বলে।

১৮। বাণিজ্য কাকে বলে?

উত্তর : মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যাবলিকে বাণিজ্য বলে।

১৯। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত?

উত্তর : মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার।

২০। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং (বিজয়)।

২১। ভাওয়ালের গড় কোন জেলায় অবস্থিত?

উত্তর : ভাওয়ালের গড় গাজীপুর জেলায় অবস্থিত।

২২। শক্তির অন্যতম উৎস কী?

উত্তর : শক্তির অন্যতম উৎস কয়লা।

২৩। রপ্তানি আয়ের কত ভাগ তৈরি পোশাক থেকে আসে?

উত্তর : রপ্তানি আয়ের ৭৫ ভাগ তৈরি পোশাক থেকে আসে।

২৪। বাংলাদেশের ‘প্রবেশদ্বার’ বলা হয় কোন বন্দরকে?

উত্তর : বাংলাদেশের ‘প্রবেশদ্বার’ বলা হয় চট্টগ্রাম বন্দরকে।

২৫। জীববৈচিত্র্য কাকে বলে?

উত্তর : একই পরিবেশে বহু ধরনের উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক অবস্থানকে জীববৈচিত্র্য বলে।

২৬। বায়ুদূষণ কী?

উত্তর : বায়ুর উপাদানগুলোর (নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, জলীয়বাষ্প প্রভৃতি) মধ্যকার ভারসাম্যহীনতাই বায়ুদূষণ।

২৭। দুর্যোগ কাকে বলে?

উত্তর : যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে তাকে দুর্যোগ বলে। যেমন—ঘূর্ণিঝড়।

২৮। সুনামি কী?

উত্তর : ভূমিকম্পের ফলে সমুদ্রে সৃষ্ট বিশাল আকৃতির ঢেউই সুনামি।

 

 

মন্তব্যসাতদিনের সেরা