kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

এসএসসি বিশেষ প্রস্তুতি - বাংলা প্রথম পত্র

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক (বাংলা), আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবহু নির্বাচনী প্রশ্ন

সুভা - রবীন্দ্রনাথ ঠাকুর

১।      কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়?

          ক) ২৫ বছর বয়সে         খ) ১৫ বছর বয়সে          গ) ৩০ বছর বয়সে          ঘ) ৪০ বছর বয়সে

২।     সুভার মা সুভাকে কী হিসেবে দেখত?

          ক) ত্রুটিস্বরূপ     খ) আশীর্বাদস্বরূপ

          গ) মঙ্গলস্বরূপ      ঘ) বিদ্রোহস্বরূপ

৩।     সুভা সম্পর্কে প্রযোজ্য—

          i. সাধারণ বালক-বালিকারা তাকে এক প্রকার ভয় করত

          ii. সাধারণ বালক-বালিকারা তার সঙ্গে খেলা করত না

          iii. সাধারণ বালক-বালিকারা তাকে খেলতে অনুরোধ করত

          নিচের কোনটি সঠিক?

          ক) i খ) ii গ) i ও ii ঘ) i ও iii

৪।      সুভার পিতার নাম কী?

          ক) বাণীকণ্ঠ          খ) বাণীঠাকুর

          গ) বাণীচরণ          ঘ) ভবানীকণ্ঠ

৫।     প্রতাপের প্রধান শখ কোনটি?

          ক) ঘুড়ি উড়ানো   খ) ফুটবল খেলা

          গ) মাছ ধরা           ঘ) ঘুরে বেড়ানো

৬।     সুভাকে সু বলে ডাকত কে?

          ক) বন্ধুরা     খ) সুভার মা

          গ) সুভার বাবা       ঘ) প্রতাপ

৭।      সুভা কোথায় বসে থাকত?

          ক) তেঁতুলতলায়    খ) আমতলায়

          গ) কদমতলায়      ঘ) বকুলতলায়

৮।     সময়মতো সুভার বিয়ে না হওয়ার কারণে—

          i. মাতা-পিতা চিন্তিত হয়ে উঠেছেন

          ii. লোকে নিন্দা আরম্ভ করেছে

          iii. সুভা ভীষণ আনন্দিত হয়েছে

          নিচের কোনটি সঠিক উত্তর?

          ক) i খ) i ও iii গ) i ও ii ঘ) ii ও iii

          উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

          মিন্টু সাহেবের একমাত্র মেয়ের বিয়ের দিনে যৌতুকের সম্পূর্ণ টাকা না পেয়ে পাত্রপক্ষ চলে গেল। এদিকে প্রতিবেশীরা মিন্টুর মেয়েকে অলক্ষুনে মনে করে এই বাড়িতে যাতায়াত বন্ধ করে দিল।

৯।     উদ্দীপকের ঘটনার সঙ্গে ‘সুভা’ গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ?

          ক) অর্থনৈতিক দিকটি

          খ) বাণীকণ্ঠকে একঘরে করার জনরবের দিকটি

          গ) সুভার প্রতিবন্ধিতার দিকটি

          ঘ) সুভার ইচ্ছা-অনিচ্ছার দিকটি

১০।    উদ্দীপক ও ‘সুভা’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?

          ক) সামাজিক কুসংস্কারাচ্ছন্নতার দিকটি

          খ) ধর্মীয় দিকটি

          গ) অর্থনৈতিক দিকটি   

          ঘ) মানবিক দিকটি

বই পড়া - প্রমথ চৌধুরী

১১।    প্রমথ চৌধুরী কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন?

          ক) সবুজ পত্র       খ) তত্ত্ববোধিনী

          গ) ভারতী    ঘ) ধূমকেতু

১২।   ‘বই পড়া’ প্রবন্ধ অনুযায়ী ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না?

          ক) অর্থের   খ) সাহিত্যের

          গ) সংস্কৃতির          ঘ) জনগণের

১৩।   মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় কোথায়?

          ক) দর্শনে    খ) বিজ্ঞানে

          গ) সংস্কৃতিতে       ঘ) সাহিত্যে

১৪।    কে উত্তরসাধক মাত্র?

          ক) পুস্তক    খ) গুরু

          গ) অভিভাবক      ঘ) রাষ্ট্র

১৫।   সে যুগের ফ্রান্সের কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল—

          ক) স্কুল পালানো ছেলেদের দল থেকে

          খ) বাড়ি পালানো ছেলেদের দল থেকে

          গ) দেশ পালানো ছেলেদের দল থেকে

          ঘ) সমাজ পালানো ছেলেদের দল থেকে

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. ক ৫. গ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. ক।

মন্তব্যসাতদিনের সেরা