kalerkantho

শনিবার । ১০ ফাল্গুন ১৪২৬ । ২৩ ফেব্রুয়ারি ২০২০। ২৮ জমাদিউস সানি ১৪৪১

এসএসসি প্রস্তুতি হিসাববিজ্ঞান

মো. আব্দুল হান্নান, সহকারী শিক্ষক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে           দশম অধ্যায়

            আর্থিক বিবরণী

            বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

১।   সিগমা কম্পানির নিট লাভ কত টাকা?

            (ক) ৮,৮০,০০০ টাকা                   (খ) ৮,০০,০০০ টাকা

            (গ) ২,০০,০০০ টাকা                    (ঘ) ৮০,০০০ টাকা

২।  প্রধানত কয়টি কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

            (ক) দুই (খ) তিন

            (গ) চার (ঘ) পাঁচ

৩।  কপিরাইট হিসাব একটি—

            (ক) আয়             (খ) ব্যয়

            (গ) সম্পদ          (ঘ) দায়

৪।  অগ্রিম আয় কী?

            (ক) আয়             (খ) ব্যয়

            (গ) সম্পদ          (ঘ) দায়

৫।  বিশদ আয় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করা হয়?

            (ক) ২টি             (খ) ৩টি

            (গ) ৪টি (ঘ) ৫টি

৬।  অগ্রিম প্রাপ্ত আয়কে কী হিসাবে গণ্য করা হয়?

            (ক) পরিচালন আয়                        (খ) অনুপার্জিত আয়

            (গ) মুনাফাজাতীয় আয়                  (ঘ) মূলধনজাতীয় আয়

৭।        আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুঘরবিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি?

            (ক) খতিয়ান        (খ) রেওয়ামিল

            (গ) জাবেদা        (ঘ) কার্যপত্র

৮।        কোনটি ব্যবসায়ের মূল পরিচালন আয়?

            (ক) বিক্রয়         

            (খ) প্রাপ্ত লভ্যাংশ

            (গ) বিনিয়োগের সুদ                      (ঘ) কমিশনপ্রাপ্তি

৯।        অন্যান্য ব্যয় হলো—

             i. ডাক ও টেলিগ্রাম

             ii. সুদ খরচ       

             iii. শিক্ষানবিশ ভাতা

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii          (গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১০।      বন্ধকী ঋণ গ্রহণের ফলে কী বৃদ্ধি পায়?

            (ক) স্বত্বাধিকার                            (খ) দীর্ঘমেয়াদি দায়

            (গ) চলতি দায়                             (ঘ) অভ্যন্তরীণ দায়

১১।      প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়+প্রত্যক্ষ খরচ—সমাপনী মজুদ=?

            (ক) মূলধন          (খ) বিক্রীত         পণ্যের ব্যয়

            (গ) উত্তোলন       (ঘ) পাওনাদার

১২। কোনটি ভিন্ন প্রকৃতির?

            (ক) বীমা সেলামি                                     (খ) শিক্ষানবিশ সেলামি

            (গ) কমিশনপ্রাপ্তি (ঘ) ঋণপ্রাপ্তি

১৩। নিচের কোনটি ব্যবসায়ের লেনদেনের সঙ্গে সরাসরি জড়িত নয়?

            (ক) বেতন          (খ) ডাক ও তার

            (গ) সুনামের অবলোপন                 (ঘ) ব্যাংক চার্জ

১৪। বিশদ আয় বিবরণী হতে জানা যায়—

             i. মোট মুনাফা

             ii. পরিচালন মুনাফা

             iii. নিট মুনাফা

            নিচের কোনটি সঠিক?

            (ক) i ও ii           (খ) i ও iii          (গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১৫। কিসের ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়?

            (ক) ক্রয়মূল্য নীতি                                    (খ) বকেয়া ধারণা

            (গ) চলমান প্রতিষ্ঠান নীতি              (ঘ) বস্তুনিষ্ঠ ধারণা

           

            উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ।

 

মন্তব্যসাতদিনের সেরা