kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

এসএসসি প্রস্তুতি ♦ ব্যবসায় উদ্যোগ

আসমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএসএসসি প্রস্তুতি ♦ ব্যবসায় উদ্যোগ

জ্ঞানমূলক প্রশ্ন

 

প্রিয় শিক্ষার্থী, আজ ব্যবসায় উদ্যোগ বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রথম অধ্যায়

১। ব্যবসায় কাকে বলে?

উত্তর : পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে।

২। ব্যবসায়ের উৎপত্তির মূলে কী ছিল?

উত্তর : মানুষের অভাববোধ।

৩। চোরাকারবারি কেন ব্যবসায় নয়?

উত্তর : আইনগত বৈধতার অভাবে।

৪। হঠাৎ বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত গয়না বিক্রি ব্যবসায় নয় কেন?

উত্তর : লেনদেনের পৌনঃপুনিকতার অভাবে।

৫। ব্যবসায়ের সঙ্গে জড়িত পণ্য বা সেবার অবশ্যই কী থাকতে হবে?

উত্তর : আর্থিক মূল্য।

৬। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর : মুনাফা অর্জন।

৭। ব্যবসায়ের প্রথম কাজ কী?

উত্তর : উৎপাদন।

৮। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কী কী পর্যায়ে ভাগ করা যায়?

উত্তর : প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ—এই তিন  পর্যায়ে।

৯। পশু শিকার, মৎস্য শিকার, কৃষিকার্য, দ্রব্য বিনিময় ইত্যাদি কোন যুগের?

উত্তর : প্রাচীন যুগের।

১০। ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কোন যুগে?

উত্তর : মধ্য যুগে।

১১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয় কোন যুগে?

উত্তর : আধুনিক যুগে।

১২। শিল্প বিপ্লব হয় কোন যুগে?

উত্তর : আধুনিক যুগে।

১৩। আধুনিক ব্যবসায়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে?

উত্তর : তিন ভাগে।

১৪। ব্যবসায়ে উৎপাদনের বাহন বলে কাকে?

উত্তর : শিল্পকে।

১৫। শিল্পকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : পাঁচ ভাগে।

১৬। ব্যবসায়ের কোন শাখাকে বণ্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়।

উত্তর : বাণিজ্যকে।

১৭। আধুনিক কালে বাণিজ্যকে কী বলে অভিহিত করা হয়?

উত্তর : ব্যবসায় টু ব্যবসায়।

১৮। ব্যবসায়ের স্থানগত বাধা বাণিজ্যের কোন উপাদান দূর করে?

উত্তর : পরিবহন।

১৯। বিজ্ঞাপন ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে?

উত্তর : তথ্যগত।

২০। ডাক্তার, উকিল, প্রকৌশলী ইত্যাদি ব্যবসায়ের কোন শাখাসংশ্লিষ্ট?

উত্তর : প্রত্যক্ষ সেবা।

২১। কোনো স্থানের ব্যবসায়ের উন্নতি নির্ভর করে কিসের ওপর?

উত্তর : ব্যাবসায়িক পরিবেশের ওপর।

২২। ব্যাবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ছয় ভাগে ভাগ করা যায়।

২৩। কোন গ্রামকে Porto Piqueno বা ক্ষুদ্র বন্দর নামে অভিহিত করা হয়?

উত্তর : সপ্তগ্রামকে।

২৪। পর্তুগিজরা চট্টগ্রামকে কী নামে অভিহিত করে?

উত্তর : Porto Grando বা বৃহৎ বন্দর।

২৫। কোন বস্ত্রের জন্য বাংলাদেশের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?

উত্তর : মসলিন কাপড়ের জন্য।

মন্তব্যসাতদিনের সেরা