kalerkantho

বৃহস্পতিবার । ১৪ ফাল্গুন ১৪২৬ । ২৭ ফেব্রুয়ারি ২০২০। ২ রজব জমাদিউস সানি ১৪৪১

এইচএসসি প্রস্তুতি ♦ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএইচএসসি প্রস্তুতি ♦ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

১।        কত সালে ISO ৯০০০ মান সনদ দেওয়া শুরু হয়?

            ক) ১৯৪৭         খ) ১৯৬৭

            গ) ১৯৮৭         ঘ) ১৯৯৭                      উত্তর : গ

            নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            আয়েশা খানম ‘অহনা’ নামের একটি ব্র্যান্ডের নিবন্ধন করেন। তিনি এ ব্র্যান্ডের শাড়ি তৈরি করে বিক্রয় করেন এবং নকল এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন।

২।        আয়েশা খানমের ‘অহনা’ ব্র্যান্ডের নিবন্ধনকে কী বলা হয়?

            ক) ট্রেডমার্ক     খ) কপিরাইট

            গ) মেমোরেন্ডাম           ঘ) পেটেন্ট                    উত্তর : ক

৩।        আয়েশা খানমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কারণ হলো—

            i. উদ্ভাবিত পণ্য অন্যের দ্বারা নকল না করা

            ii. অন্য কারো নিবন্ধন না করা

            iii. অন্য কেউ পণ্য থেকে সুবিধা না পাওয়া

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii           গ) ii ও iii         ঘ) i, ii ও iii       উত্তর : ঘ

৪।        পেটেন্ট কোন ধরনের সম্পদ?

            ক) স্থায়ী           খ) চলতি

            গ) অলীক        ঘ) বুদ্ধিবৃত্তিক   উত্তর : ক

৫।        ওপরের চিত্রটি কিসের ধারণার সঙ্গে সম্পর্কিত?

            ক) কপিরাইট    খ) পেটেন্ট

            গ) ট্রেডমার্ক     ঘ) আএসও                   উত্তর : গ

৬।       ট্রেডমার্কের ধারণার বিষয়বস্তু হলো—

            i . নাম              ii. প্রতীক          iii. সংখ্যা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) i ও iii           গ) ii ও iii         ঘ) i, ii ও iii       উত্তর : ঘ

৭।        বীমা হলো—                                          

ক) ঝুঁকি প্রতিরোধকারী ব্যবস্থা

            খ) সম্পত্তির ঝুঁকি মোকাবেলাকারী

            গ) জীবনের ঝুঁকি গ্রহণকারী

            ঘ) ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষাব্যবস্থা

            উত্তর : ঘ

৮।        ব্যবসায়ের আইনগত দিক বিষয়ে ব্যবসায়ীদের জানা প্রয়োজন কেন? উত্তর : গ

            ক) এতে ব্যবসায়ে মুনাফার পরিমাণ বাড়ে

            খ) ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা কমে ও সুনাম বাড়ে

            গ) সরকারি সুবিধা পাওয়া সহজ হয়

            ঘ) আইনের ফাঁক বুঝে ব্যবসায় চালানো যায়

            উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাহবুব তাঁর নির্মিত প্রেমের তাজমহল চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন সিনেমা হলের মালিকদের সঙ্গে একটি চুক্তি করেন। সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর তিনি বেশ লাভবান হন।

৯।        চলচ্চিত্রকার গাজী মাহবুব কোন ধরনের চুক্তি করেন?              

ক) কপিরাইট    খ) ট্রেডমার্ক     গ) পেটেন্ট       ঘ) ব্যাবসায়িক

উত্তর : ক

১০। গাজী মাহবুবের চুক্তি-                   

            i. ব্যবসায়ে সাফল্য আনয়নে সহায়তা করে

            ii. ব্যবসায়ে জনপ্রিয়তা অর্জনে সহায়তা করে

            iii. অন্য কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পেতে সহায়তা করে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii           গ) ii ও iii         ঘ) i, ii ও iii                   উত্তর : খ

মন্তব্যসাতদিনের সেরা