বল হচ্ছে ধাক্কা বা টান
১। আলো কী?
ক) শক্তি খ) ক্ষমতা
গ) বস্তু গ) কাজ
২। দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব সৃষ্টি হয়—
ক) একটি খ) দুইটি
গ) একটিও না গ) অসংখ্য
৩। যেসব বস্তুর নিজস্ব আলো নেই তাকে কী বলে?
ক) উজ্জ্বল বস্তু
খ) অনুজ্জ্বল বস্তু
গ) অসম বস্তু
গ) সুষম বস্তু
৪।
বিজ্ঞাপন
ক) সাদা খ) কালো
গ) লাল গ) হলুদ
৫। সরল পেরিস্কোপের দর্পণ দুটি কত ডিগ্রি কোণে আলোর বিসরণ ঘটায়?
ক) ৩০০ খ) ৪৫০
গ) ৬০০ গ) ৯০০
৬। ঘড়ির সেকেন্ডের কাঁটার গতি কোন ধরনের গতি?
ক) চলন গতি
খ) ঘূর্ণন গতি
গ) দোলন গতি
গ) পর্যাবৃত্ত গতি
৭। সময়ের সঙ্গে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে?
ক) স্থিতি খ) বেগ
গ) গতি গ) পরম স্থিতি
৮। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কী নির্ণয় করা যায়?
ক) আয়তন
খ) বল
গ) গতি
গ) তাপমাত্রা
৯। গতি কয় প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ গ) ৫
১০। জটিল গতির অপর নাম কী?
ক) ঘূর্ণন পর্যাবৃত্ত গতি
খ) ঘূর্ণন চলন গতি
গ) ঘূর্ণন স্পন্দন গতি
গ) ঘূর্ণন স্থিতি গতি
১১। কোনটি স্পন্দন গতি?
ক) বৈদ্যুতিক পাখার গতি
খ) পাকদৌড়ের গতি
গ) ঘড়ির কাঁটার গতি
গ) দেয়ালঘড়ির দোলকের গতি
১২। দ্রুতি = কী?
ক) সময়/দূরত্ব
খ) বেগ/সময়
গ) সরণ/সময়
গ) দূরত্ব/সময়
১৩। ত্বরণের একক কোনটি?
ক) মিটার.সেকেন্ড২
খ) মিটার/সেকেন্ড২
গ) সেকেন্ড২
ঘ) মিটার২.সেকেন্ড
১৪। বৈদ্যুতিক পাখার গতি—
i. সরল গতি
ii. ঘূর্ণন গতি
iii. পর্যাবৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৫। পর্যাবৃত্ত গতির উদাহরণ—
i. সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ii. বৈদ্যুতিক পাখার গতি
iii. সুর শলাকার গতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৬। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নির্ণয়ের জন্য কোনটি প্রসঙ্গকাঠামো হিসেবে কাজ করে?
ক) সূর্য খ) চন্দ্র
গ) তারা গ) পৃথিবী
১৭। বর্ষা সামনের দিকে ৭ কিলোমিটার হাঁটল। এরপর বাঁক নিয়ে পেছনের দিকে ৪ কিলোমিটার হাঁটল। তার অতিক্রান্ত দূরত্ব কত?
ক) ২৮ কিলোমিটার
খ) ১২ কিলোমিটার
গ) ১১ কিলোমিটার
গ) ৩ কিলোমিটার
১৮। একটি গাড়ি ৫ সেকেন্ডে ৬০ মিটার দূরত্ব অতিক্রম করল। এ ক্ষেত্রে গাড়িটির দ্রুতি কত?
ক) ১২ মি./সে.
খ) ৩০ মি./সে.
গ) ৫৫ মি./সে.
গ) ৬৫ মি./সে.
১৯। যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে কী বলে?
ক) প্রসঙ্গকাঠামো
খ) গতি
গ) স্থিতি
গ) জড়তা
২০। বল প্রয়োগে স্থিতিশীল বস্তুর কী ঘটে?
ক) গতির সঞ্চার হয়
খ) আরো স্থিতিশীল হয়
গ) চিরকালের জন্য গতিশীল হয়
গ) কোনোটিই নয়
২১। ১০০ নিউটন বল প্রয়োগে ১০০০ নিউটন ভার তোলা গেলে যান্ত্রিক সুবিধা কত?
ক) ১ খ) ১০
গ) ১০০ গ) ১০০০
২২। লিভার ও হেলানো তলের নীতি মেনে চলে কোনটি?
ক) সরল যন্ত্র
খ) দূরবীক্ষণ যন্ত্র
গ) ক্ষমতা
গ) অণুবীক্ষণ যন্ত্র
২৩। লিভারের যান্ত্রিক সুবিধা কোনটি?
ক) ভার/প্রযুক্ত বল
খ) ভারপ্রযুক্ত বল
গ) প্রযুক্ত বল/ভার
গ) ভার + প্রযুক্ত বল
২৪। ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো—
ক) বল
খ) বল বাহু
গ) ভার বাহু
গ) যান্ত্রিক সুবিধা
২৫। সরল যন্ত্র কাজকে সহজ করে—
i. প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে
ii. গতি ও দূরত্ব বৃদ্ধি করে
iii. দিক পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক. ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. ঘ ২৩. ক ২৪. গ ২৫. ঘ।