সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
১। ঐকিক নিয়ম কী?
উত্তর : হিসাবের সুবিধার্থে প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে।
২। একটি পেনসিলের দাম ৮ টাকা হলে ২৪টি পেনসিলের দাম কত?
উত্তর : ১৯২ টাকা।
৩। এক ডজন লেবুর দাম ৬০ টাকা হলে, ৪টি লেবুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
৪। (ক–৬)–৩ = ৮ এখানে ‘ক’ এর মান কত হবে?
উত্তর : ৪।
৫। ৬ এর সঙ্গে ‘ক’ যোগ করলে যোগফল ১০ হয়, এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো।
উত্তর : ৬+ক = ১০।
৬। যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তখন তাকে কী বলে?
উত্তর : খোলা বাক্য।
৭। ১০ ও ১২ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কয়টি?
উত্তর : ১টি
৮। ল.সা.গু কাকে বলে?
উত্তর : দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে ল.সা.গু বলে।
৯। ১ মৌলিক সংখ্যা নয় কেন?
উত্তর : ১ কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে, যা ১।
১০। ২০টি পেনসিল ও ৩০টি কলম সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর : ১০ জন।
১১। ৬টি খাতা ও ৯টি পেনসিল সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
উত্তর : ৩ জন।
১২। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট ভগ্নাংশ?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ।
১৩। একটি বাঁশের ১৫ অংশ পানিতে এবং বাকি অংশ পানির ওপরে আছে। পানির ওপরে কত অংশ আছে?
উত্তর : ৪৫।
১৪। ১৭১২ দুটি ভগ্নাংশের যোগফল। একটি ভগ্নাংশ ৩৪ হলে অপর ভগ্নাংশটি কত?
উত্তর : ২৩।
১৫। রাসেল একটি বাঁশের ২১৩ অংশ লাল, ৫১৩ অংশ সবুজ রং করল। সে মোট কত অংশ রং করল?
উত্তর : ৭২৩ অংশ।
১৬। একটি সাদা ফিতার ৩৫ অংশ লাল রং করা হলো। ফিতার কত অংশ সাদা রইল?
উত্তর : ৫৮ অংশ।
১৭। ১৩ এর বিপরীত ভগ্নাংশ = কত?
উত্তর : ৩।
১৮। দুইটি সংখ্যার গুণফল ১০, একটি সংখ্যা ১৫ হলে, অপরটি কত?
উত্তর : ২৩।
১৯। একটি বাটিতে ৪৭ লিটার দুধ আছে। এরূপ ৫টি বাটিতে কত লিটার দুধ আছে?
উত্তর : ২০৭ লিটার।
২০। ০.৫–০.০৫–১০০০ = কত?
উত্তর : ২৫।
২১। কয়টি ০.৫ নিয়ে ৬০ গঠিত?
উত্তর : ১২০টি।
২২। কতটি ০.০১ দ্বারা ০.১৯ গঠন করা যায়?
উত্তর : ১৯টি।
২৩। ৬টি বইয়ের গড় ওজন ১৫৪ গ্রাম হলে বইগুলোর মোট ওজন কত?
উত্তর : ৯২৪ গ্রাম।
২৪। ৫টি সংখ্যার গড়ের অর্ধেক ১০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ১০০।
২৫। গড় কাকে বলে?
উত্তর : রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে রাশিগুলোর গড় বলে।
২৬। গড় নির্ণয়ের সূত্র লেখো।
উত্তর : গড় = রাশিগুলোর যোগফল–রাশিগুলোর সংখ্যা।
২৭। ১৬ জন লোক কতজন লোকের ৩২%?
উত্তর : ৫০।
২৮। ৩০০ টাকার ১৫% কত?
উত্তর : ৪৫ টাকা।
২৯। ৭৫ টাকার ৪% কত টাকা হবে?
উত্তর : ৩ টাকা।
৩০। ৫৮ কে শতকরায় প্রকাশ করো।
উত্তর : ৬২১২।
৩১। ২৫% লাভ করতে ২৪০ টাকার টি-শার্ট বিক্রয় করতে হবে কত টাকায়?
উত্তর : ৩০০ টাকা।
৩২। ২০টি আমের ৪টি পচা, শতকরা কতটি ভালো?
উত্তর : ৮০টি।
৩৩। ১০ টাকার ১০% = কত?
উত্তর : ১ টাকা
৩৪। কখগঘ সামান্তরিকে ্লক=৬০হ্ন হলে, ্লখ= কত?
উত্তর : ১২০হ্ন।
৩৫। ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর : (ভূমি–উচ্চতা)—২।
৩৬। রম্বসের দুইটি বিপরীত কোণের সমষ্টি ১২০ ডিগ্রি হলে অন্য কোণদ্বয়ের সমষ্টি কত?
উত্তর : ২৪০ ডিগ্রি।
৩৭। সামান্তরিক ও আয়তের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য কী?
উত্তর : দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল।
৩৮। আয়তের একটি কোণ ৯০হ্ন হলে, অপর কোণগুলোর সমষ্টি কত?
উত্তর : ২৭০হ্ন।
৩৯। বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য ৪ সেমি হলে, অপর কর্ণের অর্ধেক কত সেমি?
উত্তর : ২ সেমি।
৪০। একটি চতুর্ভুজের দুইটি কর্ণ দ্বারা কয়টি ত্রিভুজ উৎপন্ন হয়?
উত্তর : ৮টি।
৪১। বর্গের ১ বাহুর দৈর্ঘ্য ২ সেমি হলে এর পরিসীমা কত?
উত্তর : ৮ সেমি।
৪২। কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?
উত্তর : ব্যাসার্ধ।
৪৩। কত এয়রে এক হেক্টর?
উত্তর : ১০০ হেক্টর।
৪৪। কত কুইন্টালে ১ মেট্রিক টন?
উত্তর : ১০ কুইন্টালে।
৪৫। ২ হেক্টর সমান কত এয়র?
উত্তর : ২০০ এয়র।
৪৬। ৮.৫ ইঞ্চি = কত সেন্টিমিটার?
উত্তর : ২১.৫৯ সেন্টিমিটার
৪৭। তরল পদার্থের আয়তন পরিমাপে মূল একক কী?
উত্তর : লিটার।
৪৮। এক এয়র = কত বর্গমিটার?
উত্তর : ১০০ বর্গমিটার।
৪৯। ১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম হলে ২০টি বইয়ের ওজন কত কেজি?
উত্তর : ২.৪৮ কেজি।
৫০। কোনো একটি আয়তের দৈর্ঘ্য ১৭ মিটার ও প্রস্থ ৮ মিটার হলে ক্ষেত্রফল কত?
উত্তর : ১৩৬ বর্গমিটার।
৫১। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘণ্টায় সে কত মিটার হাঁটতে পারবে?
উত্তর : ১৫০০ মিটার।
৫২। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
উত্তর : ২৫ বর্গমিটার।
৫৩। ভূমি ৬০ সেন্টিমিটার এবং উচ্চতা ৫০ সেন্টিমিটার হলে, ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
উত্তর : ১৫০০ বর্গ সেন্টিমিটার।
৫৪। ৩ হেক্টর সমান কত এয়র?
উত্তর : ৩০০ এয়র।
৫৫। ৫ মাসকে ঘণ্টায় রূপান্তর করো।
উত্তর : ৩৬০০ ঘণ্টা।
৫৬। ১৯৮৭ সালে ফেব্রুয়ারি মাস কত দিনে শেষ হয়েছিল?
উত্তর : ২৮ দিন।
৫৭। ১৭:৩৪ সময়সূচিকে ১২ ঘণ্টার সময়সূচিতে প্রকাশ করো।
উত্তর : অপরাহ্ন ৫:৩৪।
৫৮। ১৯৭৬ সালটি কোন শতাব্দীর?
উত্তর : বিংশ।
৫৯। ২৫৫৫ দিনে কত বছর? (১ বছর = ৩৬৫ দিন)
উত্তর : ৭ বছর।
৬০। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটিকে বছর ধরলে তাতে কত শতাব্দী হয়?
উত্তর : ১০০ শতাব্দী।
৬১। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে শেষ হবে?
উত্তর : ২৮ দিনে।
৬২। ২০১২ সালটি অধিবর্ষ ছিল। ১ জানুয়ারি ২০১২ রবিবার হলে ৩১ ডিসেম্বর কী বার ছিল?
উত্তর : সোমবার।
৬৩। ১ দিনকে মিনিটে পরিণত করলে কত মিনিট হবে?
উত্তর : ১৪৪০ মিনিট।
৬৪। ৪ দিন ৯ ঘণ্টা ১০ মিনিটে কত সেকেন্ড?
উত্তর : ৩৭৮৬০০ সেকেন্ড?
৬৫। ১০০৫৬ ঘণ্টায় কত দিন?
উত্তর : ৪১৯ দিন।
৬৬। ঘড়িতে রাত ৮টা ৪৫ মিনিট আন্তর্জাতিক রীতিতে কোন সময়টি হবে?
উত্তর : ২০টা ৪৫ মিনিট।
৬৭। ২০১২ সাল কী অধিবর্ষ?
উত্তর : ২০১২ সাল অধিবর্ষ।
৬৮। ধারাবাহিক ১০০ বছর সময়কে কী বলে?
উত্তর : ১ শতাব্দী।
৬৯। জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন হয়?
উত্তর : ৬২ দিন।
৭০। শ্রেণিব্যবধান কাকে বলে?
উত্তর : প্রত্যেক শ্রেণির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে শ্রেণির ব্যবধান বলে।
৭১। ১১-২০ শ্রেণির শ্রেণিব্যবধান কত?
উত্তর : ১০।
৭২। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাদের অবিন্যস্ত উপাত্ত বলে।
৭৩। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
৭৪। উপাত্ত কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার। অবিন্যস্ত উপাত্ত ও বিন্যস্ত উপাত্ত।
৭৫। সুনির্দিষ্ট ব্যবধানে সাজানো সংখ্যাকে কী বলে?
উত্তর : বিন্যস্ত উপাত্ত।
মন্তব্য