kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► গণিত

গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ওজন পরিমাপের মূল একক কী?

উত্তর : ওজন পরিমাপের মূল একক গ্রাম।

২. ‘কিলো’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘কিলো’ শব্দের অর্থ হাজার গুণ।

৩. ‘সেন্টি’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘সেন্টি’ শব্দের অর্থ শতাংশ।

৪. কত লিটারে ১ ঘনমিটার?

উত্তর : ১০০০ লিটার = ১ ঘনমিটার।

৫. মেট্রিক পদ্ধতিকে কী বলা হয়?

উত্তর : মেট্রিক পদ্ধতিকে আন্তর্জাতিক পদ্ধতি বলা হয়।

৬. বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।

উত্তর : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু–বাহু) বর্গ একক।

৭. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো।

উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য–প্রস্থ) বর্গ একক।

৮. এরিয়ার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে রয়েছে?

উত্তর : এরিয়ার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৯০তম স্থানে রয়েছে।

৯. ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো।

উত্তর : ত্রিভুজের ক্ষেত্রফল = {(ভূমি–উচ্চতা)—২} বর্গ একক

১০. আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কেমন?

উত্তর : আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়।

১১. গাড়ির ওজন প্রকাশের একক কোনটি?

উত্তর : টন

১২. ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ক্ষেত্রফল = ?

উত্তর : দৈর্ঘ্য–প্রস্থ

১৩. কত মিটারে ১ কিলোমিটার?

উত্তর : ১০০০ মিটারে ১ কিলোমিটার।

১৪. কত মিলিলিটারে ১ লিটার?

উত্তর : ১০০০ মিলিলিটারে ১ লিটার।

১৫. ১ কুইন্টাল = কত কিলোগ্রাম?

উত্তর : ১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম।

১৬. ১ এয়র সমান কত বর্গমিটার?

উত্তর : ১ এয়র সমান ১০০ বর্গমিটার।

১৭. কত বর্গ সেন্টিমিটারে ১ বর্গমিটার?

উত্তর : ১০,০০০ বর্গ সেন্টিমিটার = ১ বর্গমিটার।

১৮. ১ কিলোমিটার = কত সেন্টিমিটার?

উত্তর : ১ কিলোমিটার = ১০০০০০ সেন্টিমিটার।

১৯. ১ লিটার = কত ঘন সেন্টিমিটার?

উত্তর : ১ লিটার সমান ১০০০ ঘন সেন্টিমিটার।

২০. ১০০০ লিটার = কত ঘনমিটার?

উত্তর : ১০০০ লিটার = ১ ঘনমিটার।

২১. ৫ কিলোমিটার সমান কত মিটার?

উত্তর : ৫০০০ মিটার।

২২. ৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো।

উত্তর : ৫০০০০০ সেন্টিমিটার।

২৩. ১ এয়র = কত বর্গমিটার?

উত্তর : ১০০ বর্গমিটার।

২৪. ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪ সেন্টিমিটার প্রস্থবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

উত্তর : ২০ বর্গ সেন্টিমিটার

২৫. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১০ মিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

উত্তর : ২০০ বর্গমিটার।

২৬. বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার হলে, এর ক্ষেত্রফল কত?

উত্তর : ২৫ বর্গ সেন্টিমিটার।

২৭. একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩০ বর্গমিটার এবং এর ভূমি ৬ মিটার হলে, উচ্চতা কত?

উত্তর : ৫ মিটার।

২৮. একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৪০ বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা ১০ সেন্টিমিটার হলে, ভূমি কত?

উত্তর : ৪ সেন্টিমিটার।

২৯. একটি ত্রিভুজের ভূমি ৪ সেন্টিমিটার এবং উচ্চতা ৩ সেন্টিমিটার হলে, ক্ষেত্রফল কত হবে?

উত্তর : ৬ বর্গ সেন্টিমিটার

৩০. একটি ত্রিভুজের ক্ষেত্রফল ১২ বর্গ

সেন্টিমিটার এবং ভূমি ৪ সেন্টিমিটার হলে,উচ্চতা কত হবে?

উত্তর : ৬ সেন্টিমিটার।

মন্তব্যসাতদিনের সেরা