kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

পিইসি গণিত পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন

মোহাম্মদ শেহার আলী, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১। একটি লিচুর দাম ৩ টাকা হলে দুই কুড়ি লিচুর দাম কত?

উত্তর : ১২০ টাকা।

২। ১১০০–৯০০ = কত?

উত্তর : ৯৯০০০০।

৩। এক রিমে ৫০০ তা কাগজ থাকলে ১০০ রিমে কত তা কাগজ থাকবে?

উত্তর : ৫০০০০ তা।

৪। একটি ব্ল্যাকবোর্ড তৈরি করতে ৭০০ টাকা লাগে। ২১১১টি ব্ল্যাকবোর্ড তৈরি করতে কত টাকা লাগবে?

উত্তর : ১৪৭৭৭০০ টাকা।

৫। দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২০০-কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?

উত্তর : ৯৯।

৬। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৩০১০ সমান কত লিখতে হবে?

উত্তর : ৩০০০+১০।

৭। ১১২৯-কে ৯০ দ্বারা গুণ করতে কত হবে?

উত্তর : ১০১৬১০।

৮। কোনো কাজে একজন ছাত্র ৫৫ টাকা দিলে ৭৫ জন ছাত্র মোট কত টাকা জমা দেবে?

উত্তর : ৪১২৫ টাকা।

৯। ৩০১০–৮৯৩ = কত?

উত্তর : ২৬৮৭৯৩০।

১০। নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো।

উত্তর : ভাজ্য = ভাজক–ভাগফল+ভাগশেষ।

১১। ভাজ্য ১৮৯০, ভাগশেষ ০, ভাজক ৪৫ হলে, ভাগফল কত?

উত্তর : ৪২।

১২। ভাজ্য ১, ভাজক ১ ও ভাগফল ১। ভাগশেষ কত?

উত্তর : ০।

১৩। ভাজ্য ৩৪৩০৫, ভাজক ১০০ ও ভাগশেষ ৫ হলে ভাগফল কত?

উত্তর : ৩৪৩।

১৪। দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি কত?

উত্তর : ৪৮।

১৫। এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে, প্রতি কেজি চালের দাম কত?

উত্তর : ৫৬ টাকা

১৬। একটি কাজ ৩০ জন লোক ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ৩০ দিনে করতে কতজন লোক লাগবে? উত্তর : ১৫ জন।

১৭। মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাদের বয়সের সমষ্টি কন্যার বয়সের কয় গুণ?

উত্তর : ৫ গুণ।

১৯। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হবে?

উত্তর : ১টি।

মন্তব্যসাতদিনের সেরা