kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

একাদশ-দ্বাদশ শ্রেণি ► ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা

১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএকাদশ-দ্বাদশ শ্রেণি ► ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র

[পূর্বপ্রকাশের পর]

 

তৃতীয় অধ্যায়

অর্থের সময়মূল্য

বহু নির্বাচনী প্রশ্ন

১১। বিনিয়োগকারী কোন মূল্যকে অধিক গুরুত্ব দেয়? 

ক) বর্তমান মূল্য  

খ) ভবিষ্যৎ মূল্য 

গ) বার্ষিকী

ঘ) পারপিচ্যুইটি

১২। ঋণ পরিশোধ সূচি থেকে জানা যায়—

i. ঋণের কিস্তির পরিমাণ

ii. প্রতি কিস্তিতে সুদ পরিশোধের পরিমাণ

iii. কিস্তির সংখ্যা

নিচের কোনটি সঠিক?    

ক) i, ii    খ) i, iii   গ) ii, iii    ঘ) i, ii ও iii    

১৩। কোন বাট্টাকরণে বর্তমান মূল্য সর্বনিম্ন হয়?

ক) পাক্ষিক     

খ) মাসিক     

গ) ত্রৈমাসিক      

ঘ) ষাণ্মাসিক

১৪। ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধির মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?

ক) সমমুখী  

খ) বিপরীতমুখী 

গ) নিরপেক্ষ

ঘ) সমানুপাতিক

১৫। নির্দিষ্ট সময়ের শেষে অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ ঘটে—

 i. বার্ষিক বৃত্তি  

ii.  সাধারণ বার্ষিক বৃত্তি   

iii.  প্রদেয় বার্ষিক বৃত্তি 

নিচের কোনটি সঠিক?    

ক) i     খ) ii   গ) ii, iii     ঘ) i, ii ও iii    

১৬। মি. হাসান ৫ বছর পরে ১২% চক্রবৃদ্ধি সুদে যদি ৫০০০০ টাকা পান, তবে তাঁর বর্তমান মূল্য কত?

নিচের কোনটি সঠিক?   

 ক) ২৮৩৭৮.০৬  টাকা

খ) ২৮৩৭৮.০২ টাকা  

গ) ২৮৪৭৫.০২ টাকা     

ঘ) ২৮৩৭১.৩৪ টাকা

১৭। অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সাধারণ অ্যানুইটির চেয়ে—

i. বেশি   

ii.  কম   

iii.  সমান

নিচের কোনটি সঠিক?    

ক) i    খ) ii   গ) iii    ঘ) i ও iii   

১৮। একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগ ত্যাগ করাকে কী বলে?

ক) সুযোগ ব্যয়            

খ) অর্থায়ন সুযোগ                গ) প্রকল্প মূল্যায়ন                  ঘ) আর্থিক ব্যবস্থাপনা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মি. রফিক তাঁর সঞ্চিত অর্থ ৫০০০০ টাকা হাওয়া ব্যাংকের সঞ্চয়ী স্কিমে জমা রাখতে চান। ব্যাংকের এই স্কিমে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়।

১৯। মি. রফিকের হাওয়া ব্যাংকের সঞ্চয়ী স্কিমে জমাকৃত টাকা কোন ধরনের নগদ প্রবাহের অন্তর্ভুক্ত?   

ক) সাধারণ বার্ষিক বৃত্তি   

খ) অগ্রিম বার্ষিক বৃত্তি      

গ) অবিরত বার্ষিক বৃত্তি   

ঘ) এককালীন নগদ প্রবাহ 

২০। মি. রফিকের এই স্কিমের সুদের হার কত?

ক) ১৪%    

খ) ১৪.২০%     

গ) ১৪.৪০%      

ঘ) ১৫.৪০%

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. গ।

মন্তব্যসাতদিনের সেরা