শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১
মহারানি ভিক্টোরিয়া
নমুনা প্রশ্নের উত্তর
[গতকালের পর]
১ নম্বর প্রশ্নের উত্তর
ক) ১৯৭২ সালের ১০ জানুয়ারি দিনটি স্মরণীয়। কারণ এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন।
খ) লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার জন্মস্থান পাঞ্জাব।
গ) ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়।
ঘ) জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন।
ঙ) এটির নাম মহাস্থানগড়।
চ) আঠারো শতকের শেষভাগ থেকে উনিশ শতকজুড়ে ইস্ট ইন্ডিয়া কম্পানির বিরুদ্ধে যেসব আন্দোলন হয়েছিল, তেমনই একটি আন্দোলনের বিদ্রোহী নেতা ছিলেন তিতুমীর।
ছ) ১. পরিবার, ২. ইংরেজ বণিক ও ৩. এ দেশীয় বণিক।
জ) ময়নামতী নিদর্শনটি রাজা মানিক চন্দ্রের স্ত্রীর কাহিনির সঙ্গে জড়িত।
ঝ) বাংলাদেশের মোট কৃষিজ আয়ের প্রায় ২৩ শতাংশ হয় মাছ থেকে।
ঞ) যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলে।
ট) আমাদের মোট জনসংখ্যার ৩৫ শতাংশ এখনো অক্ষরজ্ঞানহীন।
ঠ) বাণিজ্যিক ভারসাম্য রক্ষার জন্য বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে।
ড) দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্পসংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে খরার প্রবণতা বেশি।
ঢ) দেশটি বাংলাদেশ।
ণ) যেসব শিশু অটিজম সমস্যায় আক্রান্ত, অন্যের স্পর্শে ও আঁতকে ওঠে এবং একই কাজ একটানা করতে থাকে, সেসব শিশুকে অটিস্টিক শিশু বলে।
২ নম্বর প্রশ্নের উত্তর
ক) যেকোনো জাতির স্বর্গ; খ) ২০ ভাগ;
গ) ইউনেসকো; ঘ) ১৮৭২; ঙ) ১৯৫টি;
চ) ২৪ অক্টোবর; ছ) ১৯৫২ সালে;
জ) মুজিবনগর সরকার; ঝ) শহীদ বুদ্ধিজীবী দিবস; ঞ) সোমপুর মহাবিহার; ট) বিদ্যালয়ে; ঠ) ধান; ড) পাট; ঢ) মসলিন কাপড়।
৩ নম্বর প্রশ্নের উত্তর
ক) নকমান্দি = iii. গারো জনগোষ্ঠীর বাড়ি।
খ) আন্তর্জাতিক আদালত = iv. মিয়ানমারের সঙ্গে ২০১২ সালে সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশের পক্ষে রায়।
গ) প্রাথমিক চিকিৎসা বক্স= i. তুলা, কাঁচি, জীবাণুনাশক
ঘ) অটিস্টিক শিশু = ii. অন্যের স্পর্শে আঁতকে ওঠে।
ঙ) মনখেমে = vii. খাসিদের ভাষা।
৪ নম্বর প্রশ্নের উত্তর
ক) ভোট দেওয়া নাগরিকের রাষ্ট্রীয় দায়িত্ব ও কর্তব্য। ভোটদানের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার কাজে সহায়তা করে থাকে। রাষ্ট্রের প্রতি নাগরিকের ৪টি কর্তব্য নিম্নরূপ:
১) রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করা নাগরিকের কর্তব্য।
২) রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য দেশের আইন মেনে চলা নাগরিকের কর্তব্য।
৩) নিয়মিত কর দেওয়া নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য।
৪) ভোটদানের মাধ্যমে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনার ক্ষেত্রে সহায়তা করা নাগরিকের অন্যতম দায়িত্ব।
খ) ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। CASE-এর পূর্ণরূপ : Clean Air and Sustainable Environment. (কেস: বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ)।
জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে সেই লক্ষ্যে CASE প্রকল্পের জন্য ৪টি সুপারিশ নিম্নরূপ :
১) ইটের ভাটার চিমনি উঁচু করা।
২) লোকালয় থেকে দূরে ইটের ভাটা স্থাপন করা।
৩) কালো ধোঁয়া নির্গত হয় এমন যানবাহন নিষিদ্ধ করা।
৪) পরিবেশবান্ধব যানবাহন চালু করা।
গ) যখন কোনো পণ্য ক্ষুদ্র পরিসরে বাড়ি-ঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তখন তাকে কুটির শিল্প বলে। সার বৃহৎ শিল্পের অন্তর্গত।
বাংলাদেশের ৩টি কুটির শিল্পের নাম নিচে দেওয়া হলো :
১) কাঁসাশিল্প ২) মৃিশল্প ৩) কাঠশিল্প
ঘ) স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠানকে পরিবার বলে। আমার পরিবারে দাদিকে আমি যেভাবে সাহায্য করব তার ৪টি উপায় হলো:
১) আমি তাঁকে সময়মতো ওষুধ খাওয়াব।
২) খবরের কাগজ পড়ে শোনাব।
৩) তাঁর চশমা খুঁজে দেব।
৪) তাঁকে বেড়াতে নিয়ে যাব।
ঙ) খাসিদের ভাষার নাম মনখেমে।
খাসিদের ভাষা লিখিত কোনো বর্ণমালা নেই, তাই এই ভাষায় বই লেখা হয়নি।
খাসিদের সমাজব্যবস্থা নিম্নে ৪টি বাক্যে লেখা হলো:
১) খাসিদের সমাজব্যবস্থা ও মাতৃতান্ত্রিক।
২) পারিবারিক সম্পত্তির বেশির ভাগের উত্তরাধিকারী হয় সবচেয়ে ছোট মেয়ে।
৩) খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
৪) তারা প্রচুর পান ও মধুর চাষ করে।
চ) নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য কিছু নির্দেশনা আছে, এগুলোকে সড়ক নিরাপত্তা কোড বলে।
সড়ক নিরাপত্তা কোডের ৪টি নিয়মাবলি নিম্নরূপ:
১) রাস্তা পারাপারের জন্য নিরাপদ জায়গাটি খোঁজা।
২) রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামা।
৩) যানবাহন আসছে কি না তা দেখা এবং শোনা।
৪) যানবাহন আসতে দেখলে, এটিকে পার হতে দেওয়া।
ছ) একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখনই সমাজ গঠিত হয়। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমার ৫টি করণীয় দেওয়া হলো:
১) ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব।
২) কারো ক্ষতি করব না।
৩) সবার উপকার করার চেষ্টা করব।
৪) সমাজের নিয়ম-কানুন মেনে চলব।
৫) বয়স্কদের শ্রদ্ধা করব।
জ) মঙ্গল পাণ্ডে ছিলেন একজন বিদ্রোহী সিপাহি, যার নেতৃত্বে ১৮৫৭ সালে পশ্চিম বাংলার ব্যারাকপুর থেকে সিপাহি বিদ্রোহ শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে। সিপাহি বিদ্রোহের ২টি কারণ হলো: ১) সেনাবাহিনীতে সিপাহি পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল।
২) সেনাবাহিনীতে সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়।
সিপাহি বিদ্রোহের ফলাফল ৩টি বাক্যে দেওয়া হলো :
১) ব্রিটিশ সরকার কঠোর হস্তে এ বিদ্রোহ দমন করে।
২) এ বিদ্রোহে প্রায় এক লাখ ভারতীয় মারা যায়।
৩) এর ফলে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কম্পানির কাছ থেকে মহারানি ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তিনি স্বাধীনভাবে ভারত শাসন করতে থাকেন।
ঝ) ভূমিকম্পের পূর্বপ্রস্তুতিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন—১) ভূমিকম্পের আগে
২) ভূমিকম্প চলাকালীন ও
৩) ভূমিকম্পের পরে।
ভূমিকম্পের সময় আমার ৪টি করণীয় নিম্নে দেওয়া হলো :
১) পুরোপুরি শান্ত থাকব। আতঙ্কিত হয়ে ছোটাছুটি করব না।
২) বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখব।
৩) কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নেব।
৪) বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকব।
ঞ) পানির স্রোতের কারণে নদীর পারে যে ভাঙন হয়, তাকে নদীভাঙন বলে।
পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষায় যেসব কাজ করছে তার ৩টি নিম্নরূপ :
১) বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি।
২) সেচের জন্য কালভার্ট ও স্লুইস গেট নিয়ন্ত্রণব্যবস্থা।
৩) বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া।
বাংলাদেশের যে চারটি জেলা খরাপ্রবণ সেগুলোহলো—রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুর।
মন্তব্য