kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► প্রাথমিক বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি ► প্রাথমিক বিজ্ঞান

ভূমিক্ষয়ের উল্লেখযোগ্য কারণ হচ্ছে বনভূমি ধ্বংস

সংক্ষিপ্ত প্রশ্ন

 

ক) ভূমিক্ষয়ের দুটি কারণ লেখো।

খ) দুটি কৃষিপ্রযুক্তির নাম লেখো।

গ) হাঁচি-কাশির সময় তুমি কী করবে?

ঘ) বিজ্ঞানীরা কেন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন?

ঙ) আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার একটি সম্পর্ক লেখো।

চ) ইগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রমটি লেখো।

ছ) কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়?

জ) কেন কিডনি ও লিভার অকার্যকর হতে পারে?

ঝ) দুটি পানিবাহিত রোগের নাম লেখো।

ঞ) দুটি সার্চ ইঞ্জিনের নাম লেখো।

ট) গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো।

ঠ) এসিড বৃষ্টির দুটি কারণ লেখো।

ড) তথ্যবিনিময়ের দুটি উপকার লেখো।

ঢ) পুকুরের পানি থেকে কিভাবে নিরাপদ পানি পাবে?

ণ) ফুলের টব পরিষ্কার রেখে কোন রোগ থেকে রক্ষা পেতে পারি?

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 

ক) ভূমিক্ষয়ের দুটি কারণ হলো বনভূমি ধ্বংস ও বন্যা।

খ) দুটি কৃষিপ্রযুক্তির নাম হলো—

i. ট্রাক্টর ও ii. সেচ পাম্প।

গ) হাঁচি-কাশির সময়ে টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকব।

ঘ) মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।

ঙ) আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।

জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা।

চ) ইগল, ঘাস, সাপ ও ব্যাঙ দিয়ে খাদ্যশৃঙ্খলের সঠিক ক্রমটি নিম্নে দেওয়া হলো—

ছ) দিনে স্থলভাগের বায়ু গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায়। ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়।

জ) কার্বাইডজাতীয় ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য গ্রহণের ফলে কিডনি ও লিভার অকার্যকর হতে পারে।

ঝ) দুটি পানিবাহিত রোগের নাম হলো—

i. কলেরা ও ii. ডায়রিয়া

ঞ) দুটি সার্চ ইঞ্জিনের নাম হলো—

i. গুগল (google) ওii. ইয়াহু (yahoo)

ট) গ্রহ ও নক্ষত্রের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো—

ঠ) এসিড বৃষ্টির দুটি কারণ হলো—

i) ক্ষতিকর গ্যাস বায়ুতে বেড়ে যাওয়া

ii) কল-কারখানার ধোঁয়া থেকে সৃষ্ট গ্যাস

ড) তথ্যবিনিময়ের দুটি উপকার হলো—

i) আমাদের নিরাপদ থাকতে সাহায্য করে।

ii) বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে।

ঢ) পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া ব্যবহার করে পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়া যাবে।

ণ) ফুলের টব পরিষ্কার রেখে আমরা ডেঙ্গুরোগ থেকে রক্ষা পেতে পারি।

মন্তব্য