kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

সৃজনশীল প্রশ্ন

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলা

তিতুমীরের ছিল মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। তাঁর না ছিল কামান, না ছিল গোলা-বারুদ, না ছিল বন্দুক। তবে তাঁদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ

১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলা

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :

১৮৩১ সালের ১৯ নভেম্বর। লর্ড উইলিয়াম বেন্টিংক তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমীরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্ব দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্ডকে। স্টুয়ার্ড আক্রমণ করলেন তিতুমীরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি। আবছা আলো। স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা-বারুদ। তিতুমীরের ছিল মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। তাঁর না ছিল কামান, না ছিল গোলা-বারুদ, না ছিল বন্দুক। তবে তাঁদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ। প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমীর আর তাঁর বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমীর। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমীরের ২৫০ জন সৈন্যকে ইংরেজরা বন্দি করল। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীরনায়ক তিতুমীর অমর হয়ে রইলেন এ দেশের মানুষের মনে। আজ থেকে প্রায় পৌনে দুই শ বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে বীর তিতুমীরই হলেন বাংলার প্রথম শহীদ।

১। নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখো : (৭টির মধ্যে ৫টি)                                    ১x৫=৫

পরাধীন, অজস্র, মুক্তিকামী, যুদ্ধ, আক্রমণ, আবছা, ছারখার

২। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :            ২+৪+৪=১০

ক) তিতুমীরকে কে শায়েস্তা করতে চাইলেন? শায়েস্তা করার জন্য তিনি কী পাঠালেন?                 ২

খ) ইংরেজদের সঙ্গে যুদ্ধে তিতুমীরের বাহিনী কেন হেরে গিয়েছিল তা চারটি বাক্যে লেখো।                      ৪

গ) একজন ছাত্র হিসেবে তুমি কিভাবে দেশের প্রতি তোমার ভালোবাসার পরিচয় দিতে পার? চারটি বাক্যে লেখো।           ৪

উত্তরমালা

১ নম্বর প্রশ্নের উত্তর

পরাধীন            —  পরের অধীন

অজস্র              —  অনেক

মুক্তিকামী          —  স্বাধীনতাকামী

যুদ্ধ               —  সংগ্রাম

আক্রমণ           —  হামলা

আবছা            —  হালকা

ছারখার          —  ধ্বংস

২ নম্বর প্রশ্নের উত্তর

ক) ভারতবর্ষের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক তিতুমীরকে শায়েস্তা করতে চাইলেন।

তিতুমীরকে শায়েস্তা করার জন্য তিনি বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী পাঠালেন।

খ) i. ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা-বারুদ।

  ii. তিতুমীরের মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক ছিল, যাদের কামান, গোলা-বারুদ, বন্দুক কিছুই ছিল না।

  iii. তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ।

  iv. তিতুমীর আর তাঁর বীর সৈনিকেরা ইংরেজদের সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেও শুধু প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রের অভাবে হেরে গিয়েছিলেন।

গ) একজন ছাত্র হিসেবে আমি যেভাবে দেশের প্রতি আমার ভালোবাসার পরিচয় দিতে পারি, তা হলো—

 i. দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমে

 ii. স্বদেশের প্রকৃতিকে ভালোবাসার মাধ্যমে

 iii. নিজের দেশের যা কিছু আছে, তা সবচেয়ে মূল্যবান মনে করার মাধ্যমে।

 iv. সর্বোপরি নিজের ভাষায় কথা বলা ও লেখার মাধ্যমে আমি স্বদেশ প্রেমের পরিচয় দিতে পারি।

 

মন্তব্যসাতদিনের সেরা