kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

জ্ঞানমূলক প্রশ্ন

জেএসসি প্রস্তুতি - বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেজেএসসি প্রস্তুতি - বিজ্ঞান

দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস

১। শ্রেণিবিন্যাস কী?

উত্তর : সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগেক জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।

২। ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?

উত্তর :  ফিতাকৃমি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী।

৩। Spongilla কোন পর্বের প্রাণী?

উত্তর : Spongilla পরিফেরা পর্বের প্রাণী।

৪। দ্বি-পদ নামকরণ কাকে বলে?

উত্তর : একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বি-পদ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।

৫। মানুষের বৈজ্ঞানিক নাম লেখো।

উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens

৬। সিলোম কী ?

উত্তর : বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।

৭। নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম কী ছিল?

উত্তর : নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা।

৮। শ্রেণিবিন্যাসের জনক কে?

উত্তর : প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।

৯। কোন ধরনের কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়?

উত্তর : মিয়োসিস কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়।

১০। মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রমোজম রয়েছে?

উত্তর : মানুষের প্রতিটি দেহকোষে মোট ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি ক্রমোজম রয়েছে।

১১। বংশগতি কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ায় মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তান-সন্ততিতে সঞ্চালিত হয়, তাকে বংশগতি বলে।

১২। ক্যারিওকাইনেসিস কী?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং নিউক্লিয়াসের এ বিভাজনকে   ক্যারিওকাইনেসিস বলে।

১৩। ক্রমোজম কাকে বলে?

উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্টসংখ্যক সুতার মতো যে অংশগুলো বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাদের ক্রমোজম  বলে।

১৪। মিয়োসিস কী?

উত্তর : যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুইবার বিভাজিত হয় এবং ক্রমোজমের বিভাজন একবার ঘটে। ফলে সৃষ্ট অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হ্রাস পায়। তাকে মিয়োসিস বলে।

১৫। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

উত্তর : যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।

১৬। জিন কাকে বলে?

উত্তর : জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী DNA-এর অংশকে জিন নামে অভিহিত করা হয়।

১৭। বংশগতির জনক কে?

উত্তর :  বংশগতির জনক গ্রেগর জোহান মেন্ডেল।

১৮। ভেদ্য পর্দা কাকে বলে?

উত্তর : যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে, তাকে ভেদ্য পর্দা বলে।

১৯। ব্যাপন কাকে বলে?

উত্তর : যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বিস্তার লাভ করে তাকে ব্যাপন বলে।

২০। ইমবাইবিশন কাকে বলে?

উত্তর : কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ (উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর) যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ (উদ্ভিদের ক্ষেত্রে পানি) শোষণ করে, তাকে  ইমবাইবিশন বলে।

২১। সালোকসংশ্লেষণ কাকে বলে?

উত্তর : সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই-অক্সাইড ও পানি থেকে শর্করাজাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে সালোকসংশ্লেষণ বলে।

২২। প্রস্বেদন কাকে বলে?

উত্তর : উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমন হওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।

২৩। দ্রাবক কাকে বলে?

উত্তর : দ্রব যাতে দ্রবীভূত হয়, তাকে দ্রাবক বলে।

২৪। দ্রবণ কাকে বলে?

উত্তর : দ্রব ও দ্রাবকের মিশ্রণকে দ্রবণ বলে।

২৫। অভিস্রবণ কাকে বলে?

উত্তর : একই দ্রব ও দ্রাবকবিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়, তাকে অভিস্রবণ বলে।

মন্তব্যসাতদিনের সেরা