kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

বহু নির্বাচনী প্রশ্ন

জেএসসি প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সেলিম মিয়া, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা

১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেজেএসসি প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নবম অধ্যায়

বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন

 

১।        বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?  

            ক) ১১৫০         খ) ১১৭০         

            গ) ১৪৬৬         ঘ ১২০০

২।        সাধারণভাবে দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?          

            ক) জনসংখ্যা নীতি     

            খ) জনসংখ্যা স্থানান্তর

            গ) জনসংখ্যা পুনর্বাসন          

            ঘ) জনসংখ্যার সুষ্ঠু বণ্টন

৩।       যুক্তরাষ্ট্রের জনগণের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?      

            ক) ৫৫৮৩৬    খ) ৫১,২৯২      গ) ৫১,২৯০      ঘ) ৫১,১৪৪

৪।        নিচের কোন ধারণা দুটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত?        

            ক) জনসংখ্যা ও উন্নয়ন          

            খ) বাল্যবিয়ে ও বহুবিয়ে         

            গ) রাষ্ট্র ও দারিদ্র্য       

            ঘ পরিবার ও বেকারত্ব

৫।        জনসংখ্যা নীতি বলতে কী বোঝায়?  

            ক) জনসংখ্যা উন্নয়নে গৃহীত পরিকল্পনা                                 খ) পরিবার পরিকল্পনা গ্রহণ

            গ) পরিবার পরিকল্পনায় সরকারি পদক্ষেপ                             ঘ) পরিবার পরিকল্পনায় বেসরকারি উদ্যোগ

৬।       বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে?   

            ক) গ্রাম            খ) ইউনিয়ন    গ) জেলা          ঘ) বিভাগ

৭।        সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?

            ক) উচ্চ শিক্ষার হার বৃদ্ধি করার জন্য       খ) মাথাপিছু আয় বৃদ্ধির জন্য

            গ) নিরক্ষরতা দূরীকরণের জন্য               ঘ) স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য

৮।       কোন শ্রেণি থেকে কোন শ্রেণি পর্যন্ত সরকার মেয়েদের উপবৃত্তি প্রদান করছে?           

            ক) পঞ্চম থেকে ষষ্ঠ     

            খ) সপ্তম থেকে অষ্টম   

            গ) নবম থেকে দশম    

            ঘ) ষষ্ঠ থেকে দ্বাদশ

৯।        মালিহা ষষ্ঠ শ্রেণিতে পড়ে, সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত এ উপবৃত্তি পাবে?

            ক) দশম           খ) দ্বাদশ         

            গ) অষ্টম           ঘ) পঞ্চম

১০।      কত সালের মধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ?

            ক) ২০১১          খ) ২০১২         

            গ) ২০১৪          ঘ) ২০১৫

১১।      সরকার কোন শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে?

            ক) শিশুশিক্ষা  খ) নারীশিক্ষা  গ) বয়স্ক শিক্ষা ঘ) গণশিক্ষা

১২। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হিসেবে বিয়ের ক্ষেত্রে কোনটির ওপর জোর দেওয়া হয়েছে?          

            ক) বয়স                     খ) যৌতুক      

            গ) রেজিস্ট্রেশন            ঘ) কাবিননামা

১৩।     হাঁস-মুরগির খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে সরকার কাদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে?

            ক) নারীদের    খ) পুরুষদের    গ) ছাত্র-ছাত্রীদের         ঘ) বৃদ্ধদের

১৪।      শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ কত সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে?           

            ক) ২০০৮        খ) ২০১০         

            গ) ২০১১          ঘ) ২০১২

১৫।      জনসংখ্যা নীতিতে কতটি সুস্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে?

            ক) ৫    খ) ৭

            গ) ৯    ঘ) ৮

১৬।     জনসংখ্যা নীতি প্রণয়ন করা হয়—      

            i. অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে      

            ii. সামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে

            iii. মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii      খ) i, iii          গ) ii, iii     ঘ) i, ii ও iii

১৭। বাংলাদেশ সরকার কয়টি সন্তানের পরিবার গড়ার জন্য জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে?

            ক) ১    খ) ২    

            গ) ৩    ঘ) ৪

১৮।     বেসরকারি সংস্থাগুলো জনগণকে কোন পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করছে?

            ক) জনসংখ্যা নিয়ন্ত্রণ 

            খ) প্রবীণদের পুনর্বাসন           

            গ) পরিবার পরিকল্পনা           

            ঘ) টিকা দান

১৯।     জনসংখ্যা সমস্যা মোকাবেলায় জনগণের সচেতনতা সৃষ্টির জন্য বেসরকারি সংস্থা কোন উপকরণ তৈরি করে?

            ক) পোস্টার ও ডকুমেন্টারি ফিল্ম       খ) মাইকিং ও লিফলেট  

            গ) পরিবার পরিকল্পনার ওষুধ           ঘ) বই ও পত্রিকা

২০।      কোনটি সচেতনতামূলক কার্যক্রম?

            ক) নিউজলেটার          খ) নাটক        

            গ) সিনেমা                  ঘ) শর্ট ফিল্ম

২১।      মাখরুমা কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাটি বাল্যবিয়ে বন্ধ করার জন্য কাজ করছে। ওই সংস্থাটি কিভাবে বাল্যবিয়ে রোধ করতে পারে?

            ক) নারী উন্নয়ন কার্যক্রম শুরু করে             খ) জনগণকে উদ্বুদ্ধ করে

            গ) অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে         ঘ) নারীদের মৌলিক চাহিদা পূরণের উদ্যোগ নিয়ে

২২। আমেরিকার তথ্য-প্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?  

            ক) ২৩    খ) ২৫    গ) ২৬     ঘ) ৩০

২৩। বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি?  

            ক) পাকিস্তান              খ) চীন

            গ) আফগানিস্তান         ঘ) শ্রীলঙ্কা

২৪।      উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে কিসে পরিণত করা যায়?      

            ক) সচেতন মানুষে      

            খ) সুযোগ্য নাগরিকে

            গ) জনসম্পদে             

            ঘ) আদর্শ মানুষে

২৫।      তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে কোন দেশ বেশ এগিয়ে আছে?      

            ক) ভারত        খ) নেপাল

            গ) ভুটান         ঘ) বাংলাদেশ

২৬।     মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য বৃত্তির ব্যবস্থা করে উন্নত দেশে পাঠানো যায়—          

            i. ব্যক্তিগত উদ্যোগে   

            ii. বেসরকারি উদ্যোগে                       

            iii. সরকারি উদ্যোগে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii                খ) i, iii           

            গ) ii, iii              ঘ) i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আমাদের প্রতিবেশী দুটি দেশ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে, বিশেষ করে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে উক্ত দুটি দেশের মধ্যে একটি আজ অনেক এগিয়ে।

২৭।      অনুচ্ছেদে বর্ণিত দেশ দুটি হলো—         

            i. নেপাল          ii. শ্রীলঙ্কা          iii. ভারত

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii              খ) i, iii                       

             গ) ii, iii           ঘ) i, ii ও iii

২৮।     উক্ত দেশ দুটির অনুচ্ছেদে বর্ণিত কার্যক্রম—

            i. অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে 

            ii. কৃষিবিপ্লব ঘটাবে   

            iii. জীবনযাত্রার মান বৃদ্ধি করবে

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii                   খ) i, iii        

            গ) ii, iii                ঘ) i, ii ও iii

২৯।     বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করে তা হলো—        

            i. নিউজলেটার           

            ii. ডকুমেন্টারি ফিল্ম   

            iii. ডায়েরি

            নিচের কোনটি সঠিক?

            ক) i, ii               খ) i, iii           

            গ) ii, iii             ঘ) i, ii ও iii

৩০।     কত তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?

            ক) ০১ জানুয়ারি         

            খ) ১০ জানুয়ারি

            গ) ০২ ফেব্রুয়ারি         

            ঘ) ১০ ফেব্রুয়ারি

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :  ১. গ ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ক ২১. খ ২২. ক ২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. ক ৩০. গ।

মন্তব্যসাতদিনের সেরা