kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

শূন্যস্থান পূরণ

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি - বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দশম অধ্যায় : গণতান্ত্রিক মনোভাব

১। — অর্থ জনগণের শাসন।

উত্তর : গণতন্ত্রের।

২। অন্যের — সম্মান করা এবং বেশির ভাগের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করাকে গণতান্ত্রিক মনোভাব বলে।

উত্তর : মতামতকে।

৩। শ্রেণিতে — নির্বাচন করা হবে।

উত্তর : শ্রেণিনেতা।

৪। মোট — শিক্ষার্থী শ্রেণিনেতা হতে ইচ্ছা প্রকাশ করল।

উত্তর : পাঁচজন।

৫। শিক্ষক — বুদ্ধি আঁটলেন।

উত্তর : একটি।

৬। শিক্ষক —  শিক্ষার্থীদের নাম বোর্ডে লিখলেন।

উত্তর : আগ্রহী।

৭। সবার — দেওয়া শেষ হলে শিক্ষক কাগজগুলো খুলে গণনা করলেন।

উত্তর : মত।

৮। যে সবচেয়ে বেশি — পেয়েছে তাকে করা হলো প্রথম শ্রেণিনেতা।

উত্তর : ভোট।

৯। আর যে — সর্বোচ্চ ভোট পেয়েছে সে নির্বাচিত হলো দ্বিতীয় শ্রেণিনেতা।

উত্তর : দ্বিতীয়।

১০। সবার — নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে বলে সবাই হাসিমুখে তাদের বরণ করে নিল।

উত্তর : মতামত।

১১। বিদ্যালয়ে যেকোনো — সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিল।

উত্তর : কাজে।

১২। — আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন।

উত্তর : বাড়িতে।

১৩। — সর্বস্তরের সহকর্মীদের সঙ্গে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত।

উত্তর : কর্মক্ষেত্রে।

১৪। বিভিন্ন কাজে — সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

উত্তর : পরিবারের।

১৫। রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি — রাষ্ট্র।

উত্তর : গণতান্ত্রিক।

১৬। গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার —।

উত্তর : মূলনীতি।

১৭। — প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে।

উত্তর : গণতন্ত্র।

১৮। আমরা বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ, কর্মক্ষেত্র — জায়গায় গণতান্ত্রিক আচরণ করব।

উত্তর : সব।

১৯। আমরা সবার সঙ্গে আলোচনা করে — নেব।

উত্তর : সিদ্ধান্ত।

২০। আমরা — মতের প্রতি শ্রদ্ধাশীল থাকব।

উত্তর : পরস্পরের।

 

 

মন্তব্যসাতদিনের সেরা