kalerkantho

শনিবার । ১৬ নভেম্বর ২০১৯। ১ অগ্রহায়ণ ১৪২৬। ১৮ রবিউল আউয়াল ১৪৪১     

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ওয়াহিদা নার্গিস, প্রধান শিক্ষক, খিলগাঁও স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা

২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটে



বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায়ভিত্তিক

ধগুরুত্বপূর্ণ

  সংক্ষিপ্ত প্রশ্ন

নবম অধ্যায়

আমাদের দায়িত্ব ও কর্তব্য

১। সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের যেসব দায়িত্ব পালন করতে হয় তার দুটি লেখো।

উত্তর : ক) ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব। খ) সমাজের বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলব।

২। তোমার পরিবারে তোমার দাদি আছেন। তাঁকে তুমি যেভাবে সাহায্য করতে পারো, তার দুটি লেখো।

উত্তর : ক) সময়মতো ওষুধ খাওয়ানোর দায়িত্ব নিতে পারি

খ) পত্রিকা পড়ে শোনাতে পারি।

৩। বাড়িতে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। এ থেকে রক্ষা পাওয়ার দুটি উপায় লেখো।

উত্তর : ক) ছুরি, কাঁচিজাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা, খ) গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা।

৪। ঘরের বাইরে নিরাপদ থাকার দুটি উপায় লেখো।

উত্তর : ক) রাস্তা পারাপারে সতর্ক থাকা খ) দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা।

৫। প্রাথমিক চিকিৎসা বক্স আমাদের কী উপকারে আসে?

উত্তর : বাড়িতে বা বিদ্যালয়ে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা বক্সের সাহায্যে আমরা প্রাথমিক চিকিৎসা দিতে পারি।

৬। প্রাথমিক চিকিৎসার বক্সে কী কী জিনিস থাকে?

উত্তর : তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, ব্যান্ডেজ, টেপ ইত্যাদি।

৭। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন তিনটি নিয়ম লেখো।

উত্তর : ক) রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটা

খ) রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করা

গ) রাস্তার দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া।

৮। সড়ক নিরাপত্তা কোড বলতে কী বোঝো? এর সম্পর্কে দুটি লেখো।

উত্তর : নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য কিছু নির্দেশনা আছে, এগুলোকে সড়ক নিরাপত্তা কোড বলে। এর দুটি নিম্নরূপ—

ক) রাস্তা পারাপারের জন্য নিরাপদ জায়গাটি খোঁজা, খ। যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দেওয়া।

৯। রাষ্ট্রের প্রতি নাগরিকদের যেসব কর্তব্য আছে, তার দুটি লেখো।

উত্তর : ক) রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, খ) আইন মেনে চলা।

১০। কী ধরনের দেশে আমরা বসবাস করি?

উত্তর : গণতান্ত্রিক।

১১। কত বছর বয়স হলে ভোট দেওয়া যায়?

উত্তর : ১৮ বছর হলে।

১২। দেশের সব আইন নাগরিকদের কেন মেনে চলতে হয়?

উত্তর : দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য।

১৩। নাগরিকদের কেন নিয়মিত কর দিতে হয়?

উত্তর : এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়।

১৪। আইন অমান্য করলে কী হয়?

উত্তর : শাস্তি ভোগ করতে হয়।

১৫। আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়?

উত্তর : সংসদীয়, সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।

মন্তব্য



সাতদিনের সেরা