kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

জেএসসি প্রস্তুতি

বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবিজ্ঞান

বহু নির্বাচনী প্রশ্ন

ষষ্ঠ অধ্যায়

পরমাণুর গঠন

উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

একটি মৌলের ইলেকট্রনবিন্যাস ২, ৪

১।  উদ্দীপকের মৌলটি কী?

    ক) কার্বন              খ) নাইট্রোজেন

    গ) অক্সিজোন           ঘ) ক্লোরিন

২। মৌলটির আইসোটোপ হচ্ছে—

    ক) ২টি               খ) ৩টি

    গ) ৪টি               ঘ) ৭টি

৩।  আইসোটোপের ক্ষেত্রে—

    i. প্রোটনের সংখ্যা অভিন্ন

    ii. ভরসংখ্যা ভিন্ন

    iii. নিউট্রন সংখ্যা ভিন্ন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৪।  আইসোটোপ ব্যবহৃত হয়—

    i. কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে

    ii. ক্যান্সার আক্রান্ত কোষ নিয়ন্ত্রণে

    iii. কোলনের রোগ নির্ণয়ে

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৫।  বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?

    ক) প্রোটন             খ) ইলেকট্রন

    গ) নিউট্রন             ঘ) আইসোটোপ

৬।  হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?

    ক) ৪                    খ) ৩

    গ) ২                    ঘ) ১

৭।  কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নেই?

    ক) কপার              খ) সোডিয়াম

    গ) নাইট্রোজেন          ঘ) হাইড্রোজেন

৮।  নিচের কোনটি ইলেকট্রনবিন্যাসের সূত্র?

    ক) 2n               খ) 2n2

    গ) n2               ঘ) 4n2

৯।  n=2, হলে দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?

    ক) ৪টি               খ) ৬টি

    গ) ৮টি               ঘ) ১০টি

১০। পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?

    ক) ২                    খ) ৮

    গ) ১৮               ঘ) ৩২

১১। চিত্রটি কোন পদার্থের ইলেকট্রনবিন্যাস?

    ক) কার্বন              খ) নাইট্রোজেন

    গ) অক্সিজেন            ঘ) ফ্লোরিন

১২। উদ্দীপকের পরমাণুটির ভরসংখ্যা কত?

    ক) ৪                    খ) ৩

    গ) ২                    ঘ) ১

চিত্রটি লক্ষ করো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩। উদ্দীপকে প্রদত্ত পরমাণুটির ভরসংখ্যা কত?

    ক) ৬                    খ) ৫

    গ) ৪                    ঘ) ৩

১৪। উক্ত পরমাণুটি—

    i. ক্যাটায়ন গঠনে সক্ষম

    ii. অধাতুর সঙ্গে বিক্রিয়া করে

    iii. একটি আইসোটোপ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

চিত্র থেকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৫। চিত্রের পরমাণুর প্রোটনসংখ্যা কত?

    ক) ২                    খ) ৭

    গ) ১০               ঘ) ১৭

 

উত্তর : ১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা