kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সপ্তম শ্রেণি

বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিজ্ঞান

অষ্টম অধ্যায় : শব্দের কথা

জ্ঞান ও অনুধাবনমূলক অংশ

১। শব্দ সৃষ্টির কারণ কী?

উত্তর : শব্দ সৃষ্টির কারণ বস্তুর কম্পন।

২। শব্দের সঞ্চালন কী?

উত্তর : শব্দের সঞ্চালন হলো শব্দের উৎপত্তিস্থল থেকে অন্য স্থানে শব্দের চলাচল করা।

৩। শব্দের বেগ কী?

উত্তর : শব্দ কোনো নির্দিষ্ট দিকে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে।

৪। পানিতে শব্দের বেগ কত?

উত্তর : পরিষ্কার পানিতে শব্দের বেগ ১৪৪০ মিটার/সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ ১৫০০ মিটার/সেকেন্ড।

৫। শ্রুতিপূর্ব শব্দ কী?

উত্তর : বস্তুতে কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০-এর চেয়ে কম হলে যে শব্দতরঙ্গের সৃষ্টি হয়, সে শব্দতরঙ্গকে শ্রুতিপূর্ব শব্দ বলে।

৬। শ্রুতি-উত্তর শব্দ কী?

উত্তর : বস্তুতে কম্পন সংখ্যা প্রতি সেকেন্ডে ২০০০০-এর চেয়ে বেশি হলে যে শব্দতরঙ্গের সৃষ্টি হয়, সে শব্দতরঙ্গকে শ্রুতি-উত্তর শব্দ বলে।

মন্তব্যসাতদিনের সেরা