kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

একাদশ-দ্বাদশ শ্রেণি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

তৃতীয় অধ্যায়

একমালিকানা ব্যবসায়

১।        কোন ব্যবসায়ে মালিকানা ও ব্যবস্থপনা অবিচ্ছেদ্য?                                          

            ক) প্রাইভেট লিমিটেড কম্পানি

            খ) পাবলিক লিমিটেড কম্পানি

            গ) একমালিকানা          ঘ) সমবায় সমিতি

২।         একজন স্বাধীনচেতা ব্যক্তির কাছে কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম?                          

            ক) একমালিকানা ব্যবসায়

            খ) সমবায় সমিতি

            গ) প্রাইভেট লিমিটেড কম্পানি

            ঘ) খুচরা ব্যবসায়

            নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

            জসিম অন্যের অধীনে চাকরি করা পছন্দ করে না। তাই সে ঢাকার নবাবপুরে দুইজন কর্মচারী নিয়ে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মানসম্মত খাবারের কারণে তার দোকান ভালো চলছে।

৩।        জসিমের ব্যবসায়ের আয়তন কিরূপ?          

      ক) বৃহদায়তন   খ) মাঝারি

            গ) সীমিত         ঘ) ক্ষুদ্র

৪।        উদ্দীপকে জসিমের ব্যবসায়ে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে?                                        

সীমিত মূলধন       বিলোপসাধ

            iii. সীমিত আয়তন

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৫।        নিচের কোনটি একমালিকানা ব্যবসায়ের সুবিধা বহির্ভূত?                                             ক)  স্বল্প পুঁজির ব্যবসায়

            খ) হিসাব-নিকাশের সুবিধা

            গ) গোপনীয়তা রক্ষা     ঘ) জনসংযোগ সুবিধা

৬।        মৌসুমি ফলের ব্যবসায় অধিক হারে একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে গড়ে ওঠার কারণ কী?

            ক) প্রত্যক্ষ সম্পর্ক          খ) মালিকের স্বাধীনতা

            গ) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

            ঘ) ঝুঁকির স্বল্পতা

৭।        যেকোনো দেশেই একমালিকানা ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক। এর পেছনে মূখ্য কারণ

            ক) এর সংগঠন কাঠামো অত্যন্ত শক্তিশালী খ) এই ব্যবসায়ে খরচের পরিমাণ খুবই কম

            গ) এ ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি

            ঘ) এর গঠন ও পরিচালনা সহজ

৮।       একমালিকানা ব্যবসায়ের সফলতার পেছনে কারণ হলো—                                              

            i. সিদ্ধান্ত দ্রুত গ্রহণ ও কার্যকর করা যায়

            ii. এ ক্ষেত্রে মালিকের উৎসাহ অনেক বেশি থাকে

            iii. মালিক প্রয়োজনে সহজে মূলধন সংস্থান করতে পারে

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii           খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৯। শহর এলাকায় একমালিকানা ব্যবসায় গঠন করতে কোনটির প্রয়োজন হয়?              

            ক) ট্রেড লাইসেন্স          খ) ব্যাংক স্টেটমেন্ট      গ) দলিল           ঘ) পরিমেল নিয়মাবলি

১০।      দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে কোন ধরনের সংগঠন গড়ে ওঠে?

            ক) যৌথ উদ্যোগে ব্যবসায়        খ) কম্পানি সংগঠন

            গ) ব্যবসায় জোট                      ঘ) অংশীদারি ব্যবসায়

            উত্তর : ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ক

            ১০. ক।

মন্তব্যসাতদিনের সেরা