kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

একাদশ-দ্বাদশ শ্রেণি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এস এম হাবিব উল্লাহ (হিরু), মাস্টার ট্রেইনার, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৬ মিনিটেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত

 

১।        তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?

            ক) রেডিও       

            খ) টেলিফোন  

            গ) টেলিভিশন

            ঘ) কম্পিউটার

২।        টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?

            ক) টেলিকনফারেন্স      খ) টেলিকমিউনিকেশন           গ) ভিডিও কনফারেন্স  ঘ) ভিডিও চ্যাটিং

৩।        রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?

            ক) ভিডিও কনফারেন্স খ) অনলাইন চ্যাটিং      গ) টেলিকনফারেন্স      ঘ) ভয়েস কল

৪।        সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে?

            ক) টেলিভিশন

            খ) ইন্টারনেট               

            গ) কম্পিউটার             ঘ) মোবাইল

৫।        তথ্য-প্রযুক্তি বলতে মূলত কী বোঝায়?

            ক) তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি              

            খ) তথ্য বিক্রির প্রযুক্তি

            গ) তথ্য বিকৃতির প্রযুক্তি           ঘ) শুধু তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি

৬।       স্কাইপি বলতে কী বোঝায়?

            ক) ইলেকট্রনিকস গুডস           খ) ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম         

            গ) রেডিও স্টেশন         ঘ) স্পেইস স্টেশন        

৭।        বর্তমান সময়ের আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?

            ক) স্যাটেলাইট 

            খ) রেডিও        

            গ) টেলিভিশন             

            ঘ) দৈনিক পত্রিকা       

৮।        টেলিভিশন একটি—

            ক) প্রেরক যন্ত্র 

            খ) একমুখী যোগাযোগ ব্যবস্থা

            গ) দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা     ঘ) টেলিকমিউনিকেশন

৯।        কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়?

            ক) ই-মেইল     

            খ) ফেসবুক     

            গ) টেলিকনফারেন্সিং   ঘ) টুইটার        

১০।      কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ  ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?

            ক) কম্পিউটার

            খ) টেলিফোন  

            গ) প্রিন্টার       

            ঘ) টেলিগ্রাফ   

১১।      তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—

            ক) অপচয় কমায়         খ) শারীরিক শ্রম বাড়ায়            গ) ব্যয় বৃদ্ধি পায়          ঘ) মানুষের মেধার ব্যবহার কমায়           

১২।      ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা—

            i. একে অপরের ছবি দেখতে পারে       

            ii. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পায়

            iii. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              খ) i ও iii                        

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৩। চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এ পদ্ধতিতে—

            i. যাতায়াত খরচ কম হয়

             ii. অতিরিক্ত উপার্জন করা যায়

            iii. সময়ের সাশ্রয় হয়

            নিচের কোনটি সঠিক?

            ক) ii ও iii         খ) i ও iii          

            গ) i ও ii                       ঘ) i, ii ও iii

            নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ প্রশ্নের উত্তর দাও :

            আরমান তার কুয়েতপ্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে। কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সঙ্গে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করায় সে একটি ব্যবস্থা নিতে সম্মত হয়।

১৪।      আরমান মায়ের অনুরোধ পূরণে কোন ব্যবস্থা গ্রহণ করবে?

            ক) টেলিকনফারেন্সিং   খ) ই-মেইল      

            গ) ফ্যাক্স                     

            ঘ) ভিডিও কনফারেন্সিং

১৫।      আরমানের মায়ের জন্য তার মেয়ে ও নাতির সঙ্গে যোগাযোগের সহজ উপায় হতে পারে—

            i. ফেসবুক

            ii. বিং  

            iii. স্কাইপি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                                              খ) i ও iii          

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii      

            নিচের উদ্দীপকের আলোকে ১৬ ও ১৭ প্রশ্নের উত্তর

      দাও :

            আলম সাহেব একজন সফল ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায়-বাণিজ্যে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় ইলেকট্রনিক ব্যবস্থায় কেনাবেচা করেন।

১৬।     আলম সাহেবের ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদ্ধতিতে প্রয়োজন হয়—

            i. ক্রেডিট কার্ড বহন করা          ii. ডেবিট কার্ড বহন করা

            iii. নগদ টাকা-পয়সা বহন করা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও iii          খ) i ও ii           

            গ) ii ও iii         ঘ) i, ii ও iii

১৭।      আলম সাহেবের গৃহীত পদ্ধতি বাস্তবায়নে কোন প্রযুক্তি মুখ্য ভূমিকা পালন করছে?

            ক) আধুনিক প্রযুক্তি      খ) কৃত্রিম প্রযুক্তি         

            গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

            ঘ) যন্ত্র প্রযুক্তি

 

বিশ্বগ্রামের ধারণা

১৮।      বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?

            ক) মার্শাল ম্যাকলুহান   খ) টিম বানারসলি         গ) মার্ক জুকার বার্গ      ঘ) ই এফ কড  

১৯।      ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?

            ক) ই-কমার্স    

            খ) ই-মার্কেটিং

            গ) ই-বিজনেস

            ঘ) আউটসোর্সিং          

২০।     ফ্রিল্যান্সিং কী?

            ক) দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করা        

            খ) নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা

            গ) স্বাধীনভাবে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা

            ঘ) সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা

২১।      গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?

            ক) ইন্টারনেট   খ) রেডিও        

            গ) টেলিভিশন ঘ) টেলিফোন    

২২।     বিশ্বগ্রাম ধারণার সঙ্গে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

            ক) গ্রামের সঙ্গে শহরের সহজ যোগাযোগ        

            খ) ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার

            গ) বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন              

            ঘ) শিক্ষার অবাধ সুযোগ-সুবিধার বিস্তার

২৩।     কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?

            ক) সাইনবোর্ড টাঙাতে হবে       খ) পত্রিকায় দিতে হবে গ) ওয়েবসাইটে দিতে হবে ঘ) রেডিওতে প্রচার করতে হবে           

২৪।     হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন?

            ক) জার্মানি                   খ) ফ্রান্স          

            গ) গ্রিস                        ঘ) কানাডা       

২৫।     বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি?

            ক) হার্ডওয়্যার

            খ) সফটওয়্যার

            গ) কানেকটিভিটি

            ঘ) ডাটা           

২৬।     কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সঙ্গে ভিডিও চ্যাট করে?

            ক) স্কাইপি       

            খ) মাই স্পেস  

            গ) টুইটার        

            ঘ) ইউটিউব     

২৭।     অনলাইনের মাধ্যমে ব্যবসায়-বাণিজ্য করাকে বলা হয়—

            ক) ই-মেইল      খ) ই-বুক         

            গ) ই-গভর্নেস   ঘ) ই-কমার্স     

২৮।     www.khanacademy.org কী সংক্রান্ত ওয়েবসাইট?

            ক) চিকিৎসাসংক্রান্ত ওয়েবসাইট         

            খ) বিনোদনসংক্রান্ত ওয়েবসাইট          

            গ) ব্যবসায়সংক্রান্ত ওয়েবসাইট           

            ঘ) শিক্ষাসংক্রান্ত ওয়েবসাইট   

২৯।     আউটসোর্সিং কী?

            ক) নির্দিষ্ট শ্রমঘণ্টায় কাজ করা           

            খ) ইন্টারনেটভিত্তিক কাজ       

            গ) বিশেষ ব্রাউজিং সুবিধা         ঘ) বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা

৩০।     কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?

            ক) ইন্টারনেট   খ) টেলিভিশন  

            গ) টেলিফোন

            ঘ) মোবাইল ফোন

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : . . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ক।

মন্তব্যসাতদিনের সেরা