kalerkantho

পার্থক্য

টেনডন ও লিগামেন্ট

[নবম ও দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে টেনডন ও লিগামেন্টের ওপর আলোচনা আছে]

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটেনডন ও লিগামেন্ট

মাংসপেশির প্রান্তভাগ দড়ি বা রজ্জুর মতো শক্ত হয়ে অস্থির গায়ের সঙ্গে সংযুক্ত হয়, এই শক্ত প্রান্তকে টেনডন বলে। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ়, স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে, তাকে লিগামেন্ট বলে। নিচে টেনডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো—

লিগামেন্ট

♦ শ্বেততন্তু এবং পীততন্তুর এই দুই ধরনের ইলাস্টিক তন্তু দিয়ে গঠিত।

♦ এদের তন্তুগুলো গুচ্ছাকারে না থেকে আলাদাভাবে অবস্থান করে।

♦ এদের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশি।

♦ হাড়কে আটকে রাখার কাজে সাহায্য করে।

 

টেনডন

♦ ঘন, শ্বেত তন্তুময় যোজক টিস্যু দিয়ে টেনডন গঠিত।

♦ এরা গুচ্ছাকারে এবং পরস্পর সমান্তরালভাবে বিন্যাস্ত থাকে।

♦ টেনডনের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে বেশ কম।

♦ দেহ কাঠামো গঠন ও দৃঢ়তা দানে সাহায্য করা, অস্থিবন্ধনী গঠনে সাহায্য করা।

মন্তব্যসাতদিনের সেরা