kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

বৈশিষ্ট্য

সুন্দরীগাছ

[সপ্তম শ্রেণির কৃষিশিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ‘সুন্দরীগাছ’ সম্পর্কে আলোচনা আছে]

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরীগাছ

সুন্দরীগাছের বৈজ্ঞানিক নাম Heritiera fomes। এরা দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অবস্থিত সুন্দরবনের Sterculiaceae গোত্রের প্রধান প্রজাতি। আজ সুন্দরীগাছের বৈশিষ্ট্য দেওয়া হলো—

 

♦এই গাছের পাতা ছোট, ডিম্বাকার আকৃতির।

♦এদের ফুল হলুদ বর্ণের।

♦একটি পূর্ণবয়স্ক সুন্দরীগাছের গড় উচ্চতা ৭৫ ফুট।

♦এদের কাঠ রক্তবর্ণের। এই কাঠ খুবই শক্ত ও মূল্যবান।

♦এরা মালভেসি পরিবারভুক্ত উদ্ভিদ।

♦এরা নোনা এলাকায় বেশি জন্মে বলে সুন্দরবনের প্রায় ৭০ শতাংশজুড়েই এজাতীয় গাছের আধিপত্য।

মন্তব্যসাতদিনের সেরা