kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

একাদশ ও দ্বাদশ শ্রেণি

জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেজীববিজ্ঞান প্রথম পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

অষ্টম অধ্যায় : টিস্যু ও টিস্যুতন্ত্র

১। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়?

    ক) মাস               খ) প্রাইমারি

    গ) প্লেট               ঘ) রিব

২। যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কী বলে?

    ক) রিব               খ) পার্শ্বীয়

    গ) প্লেট               ঘ) মাস

৩।  মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে?

    ক) বর্ধিষ্ণু মূল           খ) মজ্জা রশ্মি

    গ) পাতা              ঘ) কর্টেক্স

৪। যে ভাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে কী বলে?

    ক) প্রোটোডার্ম           খ) প্রোক্যাম্বিয়াম

    গ) মাস রেমিস্টোম        ঘ) গ্রাউন্ড মেরিস্টোম

৫।  গ্রাউন্ড মেরিস্টোম কলা বিভাজিত হয়ে কোনটি সৃষ্টি হয়?

    ক) এপিডার্মিস           খ) জাইলেম

    গ) ফ্লোয়েম            ঘ) মজ্জা

৬।  কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য নিম্নের কোন টিস্যু দায়ী?

    ক) ক্যাম্বিয়াম           খ) জাইলেম

    গ) ফ্লোয়েম            ঘ) কর্টেক্স

    উদ্দীপকটি পড়ে নিচের ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    ধান, টমেটো, কচু ইত্যাদি উদ্ভিদ শরীর থেকে অতিরিক্ত পানি কখনো কখনো তরলাকারে বের করে দেয়।

৭। উপরোক্ত উদ্ভিদের কোন অঙ্গ দিয়ে পানি তরলাকারে বের হয়?

    ক) স্টোমাটা                খ) হাইডাথোড

    গ) লেন্টিসেল           ঘ) ট্রাইকোম

৮।  উদ্দীপকের প্রক্রিয়াটি ঘটে—

    ক) দিনের বেলায়        খ) অতিরিক্ত ঠাণ্ডায়

    গ) অতিরিক্ত আর্দ্রতায়      ঘ) মৃত্তিকাস্থ পানির অভাবে

৯।  পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলে?

    ক) কর্টেক্স             খ) মেসোফিল

    গ) পেরিসাইকল          ঘ) মজ্জা

১০।     কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?

    ক) বহিঃত্বকে           খ) অধঃত্বকে

    গ) অন্তঃত্বকে           ঘ) পরিচক্রে

    উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১। চিত্র B-তে ভাস্কুলার বান্ডলের প্রকৃতি কেমন?

    ক) সমপার্শ্বীয় মুক্ত        খ) অরীয়

    গ) সমদ্বিপার্শ্বীয় মুক্ত       ঘ) কেন্দ্রিক

১২। উদ্দীপকের চিত্র A ও B এর ক্ষেত্রে—

    i. উভয়টিতে ক্যাম্বিয়াম উপস্থিত

    ii. A-তে গৌণ বৃদ্ধি ঘটে

    iii. B-তে জাইলেম এক্সার্ক

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii                খ) i, iii

    গ) ii, iii          ঘ) i, ii ও iii

    নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩। B চিহ্নিত অংশটির নাম—

    ক) জাইলেম            খ) পেরিসাইকেল

    গ) ক্যাম্বিয়াম           ঘ) ফ্লোয়েম

১৪। A চিহ্নিত অংশটির কাজ হলো—

    i. খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করা

    ii. পানি ও খনিজ লবণ সরবরাহ করা

    iii. উদ্ভিদদেহে তৈরীকৃত খাদ্য পরিবহন করা

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii                খ) i, iii

    গ) ii, iii          ঘ) i, ii ও iii

    চিত্র দুটি লক্ষ করো এবং ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৫। A ভাস্কুলার বান্ডল পাওয়া যায়—

    ক) একবীজপত্রী মূলে      খ) দ্বিবীজপত্রী মূলে

    গ) একবীজপত্রী কাণ্ডে      ঘ) দ্বিবীজপত্রী কাণ্ডে

১৬। B ভাস্কুলার বান্ডল বিদ্যমান—

    ক) ঘাসজাতীয় উদ্ভিদে     খ) ফার্নজাতীয় উদ্ভিদে

    গ) লাউ-কুমড়া জাতীয় উদ্ভিদে    ঘ) নগ্নবীজী উদ্ভিদে

    চিত্রটি লক্ষ করো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৭। চিত্রের Q চিহ্নিত অংশের নাম কী?

    ক) জাইলেম            খ) ফ্লোয়েম

    গ) ক্যাম্বিয়াম           ঘ) পেরিসাইকেল

১৮। P ও R-এর বৈশিষ্ট্য হলো—

    i. ভাস্কুলার বান্ডল গঠন করে

    ii. পরিবহনে সাহায্য করে

    iii. হ্যাড্রোসেন্ট্রিক প্রকৃতির

    নিচের কোনটি সঠিক?

    ক) i, ii                খ) i, iii

    গ) ii, iii          ঘ) i, ii ও iii

১৯। Pteris- এ কোন প্রকারের ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?

    ক) হ্যাড্রোসেন্ট্রিক         খ) লেপ্টোসেন্ট্রিক

    গ) মুক্ত সমপার্শ্বীয়        ঘ) বদ্ধ সমপার্শ্বীয়

২০। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

    ক) মুক্ত সমপার্শ্বীয়        খ) বদ্ধ সমপার্শ্বীয়

    গ) সমদ্বিপার্শ্বীয়         ঘ) কেন্দ্রিক

    উদ্দীপক অনুসারে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

২১। উদ্দীপকে উল্লিখিত ‘P’ চিত্রটি কিসের?

    ক) মূলের প্রস্থচ্ছেদ        খ) কাণ্ডের প্রস্থচ্ছেদ

    গ) পাতার প্রস্থচ্ছেদ       ঘ) গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ

২২। চিত্রের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের?

    ক) অরীয়             খ) কেন্দ্রীয়

    গ) মুক্ত সমপার্শ্বীয়        ঘ) সমদ্বিপার্শ্বীয়

২৩। নিচের কোনটি অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ?

    ক) পরিচক্র             খ) বহিঃত্বক

    গ) অধঃত্বক            ঘ) কর্টেক্স

২৪। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল কোন ধরনের?

    ক) মুক্ত সমপার্শ্বীয়        খ) বদ্ধসমপার্শ্বীয়

    গ) সমদ্বিপার্শ্বীয়          ঘ) কেন্দ্রিক

২৫। একবীজপত্র উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডলে—

    ক) জাইলেম ও ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকে

    খ) জাইলেম টিস্যুর গঠন অনেকটা V বা Y আকৃতির

    গ) ফ্লোয়েম দ্বারা জাইলেম চতুর্দিকে বেষ্টিত থাকে

    ঘ) জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. ক ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. খ।

মন্তব্য