kalerkantho

অষ্টম শ্রেণি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সেলিম মিয়া, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবাংলাদেশ ও বিশ্বপরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

১৬। GDP-এর পূর্ণরূপ কোনটি?

    ক) Gross Domestic Product      

    খ) Gross Domestic Production   

    গ) Gross Domestic Project      

    ঘ) Great Domestic Product      

১৭। GNP-এর পূর্ণরূপ কোনটি?

    ক) Gross National Product      

    খ) Gross National Production   

    গ) Gross National Project      

    ঘ) Great National Product      

১৮। বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক?

    ক) মৎস্য              খ) কৃষি      

    গ) শিল্প              ঘ) স্বাস্থ্য ও সেবা

১৯। বাংলাদেশে মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত হয়েছে?

    ক) ৪৭.৯%                খ) ৪৮.৪%

    গ) ৪৮.৭%                ঘ) ২৪.৩%

২০। ২০০৯ সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল?

    ক) ৫২.৪৫%           খ) ৫৪.৬%

    গ) ৫২.৮%                ঘ) ৫৪.৮%   

২১।     মানবসম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে?

    ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান

    গ) যুব উন্নয়ন         ঘ) নারীশিক্ষার প্রসার 

২২। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মহিলা শিক্ষক শতকরা কত?

    ক) ৬২.৭%                খ) ৬৪.৯%

    গ) ৬৩.৭%                ঘ) ৬৪.৫%   

২৩। দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোন বিষয়টি নিশ্চিত করতে হবে?

    ক) অর্থ               খ) পুষ্টিকর খাদ্য

    গ) কর্মসংস্থান           ঘ) চিকিৎসার ব্যবস্থা     

২৪। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর লক্ষ্য—

    i. শিক্ষার সব স্তরে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি

    ii. শিক্ষার গুণগত মান বৃদ্ধি

    iii. দক্ষ ও যোগ্য মানবসম্পদ উন্নয়ন

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii     

২৫। ২০১৪ সালের Human Development Report অনুযায়ী মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হলো—

    i. ১৪২ তম

    ii. প্রত্যাশিত আয়ুষ্কাল ৭১.৬ বছর

    iii. কর্মসংস্থানের ৬৭.৮%

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii 

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii     

২৬। বাংলাদেশে প্রত্যাশিত আয়ুষ্কাল কত?

    ক) ৬৬.২ বছর        খ) ৬৯ বছর  

    গ) ৭০.১ বছর         ঘ) ৭১.৬ বছর    

২৭। বাংলাদেশে মোট জনসংখ্যার অনুপাতে কর্মসংস্থানের হার—

    ক) ৬০.৭%                খ) ৬৫.৮%

    গ) ৬৭.৮%                ঘ) ৬৮.৩%   

২৮। HDR-এর মানে কী?

    ক) Human Development Report

    খ) Human Danger Report

    গ) Human Development Research  

    ঘ) Human Discipline Report     

    নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

    নিলয়ের বাবা পাঁচ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত। ব্যাংকের মাধ্যম তিনি দেশে টাকা পাঠান। তাদের পরিবারে এখন সচ্ছলতা ফিরে এসেছে।

১৪। নিলয়ের বাবার পাঠানো অর্থকে বলা হয়—

    ক) মূলধন             খ) মুনাফা

    গ) রেমিট্যান্স           ঘ) অনুদান    

১৫। নিলয়ের বাবা টাকা পাঠানোর কারণে বাংলাদেশের বাড়ছে—

    i. মাছাপিছু আয়

    ii. অর্থনীতির সূচক

    iii. বিনিয়োগ

    নিচের কোনটি সঠিক?

    ক) i ও ii           খ) i ও iii 

    গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :

১. ক ২. ক ৩. গ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. ঘ।

মন্তব্য