kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

পঞ্চম শ্রেণি

প্রাথমিক বিজ্ঞান

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেপ্রাথমিক বিজ্ঞান

চিত্র : খাদ্যজাল

কাঠামোবদ্ধ প্রশ্ন

প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ

১। জীব কিভাবে জড়ের ওপর নির্ভরশীল?

উত্তর : মানুষসহ অন্য সব জীব বেঁচে থাকার জন্য বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভরশীল। সব জীবের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু, পান করার জন্য পানি এবং প্রয়োজনীয় পুষ্টির জন্য খাবার প্রয়োজন। ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এ ছাড়া জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বসবাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। এভাবেই বেঁচে থাকার জন্য জীব জড়ের ওপর নির্ভরশীল।

২। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অপরিহার্য। এ বিস্তরণের গুরুত্ব ব্যাখ্যা করো।

উত্তর : মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ খুবই গুরুত্বপূর্ণ। বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না। ফলে পৃথিবীর সব স্থানে সমজাতীয় উদ্ভিদ জন্মাত। এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো। এ ছাড়া বীজের বিস্তরণ না ঘটলে মানুষসহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশুপাখির আশ্রয়স্থল ধ্বংস হবে।

৩। উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।

উত্তর : সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে। আবার প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই-অক্সাইড ছাড়ে। এভাবে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল।

৪। খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য কী?

উত্তর :  খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খলের মধ্যে পার্থক্য নিম্নরূপ—

৫। খাদ্যজাল কী? খাদ্যজালের ৪টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর : যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্যশৃঙ্খলের একত্রিত জালকে খাদ্যজাল বলে।

খাদ্যজালের ৪টি বৈশিষ্ট্য নিম্নরূপ :

i. খাদ্যজাল একাধিক খাদ্যশৃঙ্খল নিয়ে গঠিত।

ii. একটি পরিবেশে একটি মাত্র খাদ্যজাল থাকে।

iii. এক শৃঙ্খলের ঘাসকে অন্য শৃঙ্খলের ছোট প্রাণী এবং ছোট প্রাণীকে বড় প্রাণী খায়।

iv. খাদ্যজালে উৎপাদক, খাদক, বিয়োজক সবই থাকে।

৬। খাদ্যশৃঙ্খল কী? বাঘ, ঘাস, সূর্য, হরিণকে নিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলটি ব্যাখ্যা করো।

উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্যশৃঙ্খল।

বাঘ, ঘাস, সূর্য ও হরিণকে নিয়ে গঠিত খাদ্যশৃঙ্খলটি নিম্নরূপ :

সূর্য-ঘাস-হরিণ-বাঘ

এ ক্ষেত্রে, ঘাস সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই তৈরি করে। হরিণ সেই ঘাস খেয়ে বেঁচে থাকে এবং বাঘ আবার সেই হরিণকে খেয়ে বেঁচে থাকে। এভাবেই শক্তি সূর্য থেকে ঘাস, ঘাস থেকে হরিণ এবং হরিণ থেকে বাঘে প্রবাহিত হয়।

৭। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কয়েকটি বৈসাদৃশ্য লেখো।

উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো :

মন্তব্য