kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

ইংরেজি চর্চা

ইংরেজি বর্ণের উচ্চারণ

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইংরেজি বর্ণের উচ্চারণ

B (বি) উচ্চারণ

পর্ব-১ : A থেকে C)

ইংরেজিতে ২৬টি বর্ণ আছে, এগুলোকে একত্রে বর্ণমালা বা Alphabet বলে। নিচে বর্ণের উচ্চারণ আলোচনা করা হলো—

♦ A (এ) = যদিও অ (এ) উচ্চারণ করা হয়, তবে ‘A book’, A cat’ এ ধরনের বাক্যের সময় এর উচ্চারণ হয় ‘আ’ যা গলার ভেতর থেকে আসে এবং উচ্চারণের সময় মুখগহ্বর ফাঁক হবে।

♦ B (বি) = বি উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।

♦ C (সি) = সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে, জিহ্বার শেষ প্রান্ত থেকে একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা