kalerkantho

শুক্রবার । ১৩ ডিসেম্বর ২০১৯। ২৮ অগ্রহায়ণ ১৪২৬। ১৫ রবিউস সানি          

পার্থক্য

অস্থি ও তরুণাস্থি

[নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অস্থি ও তরুণাস্থির ওপর আলোচনা আছে]

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্থি ও তরুণাস্থি

অস্থি

♦         অস্থি এক ধরনের অনমনীয়। স্কেলিটাল কানেকটিভ টিস্যু।

♦         অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা।

♦         অস্থির কোষগুলো দেখতে মাকড়সার জালের মতো।

♦         অস্থি সাদা।

♦         অস্থিতে টেনডনের মাধ্যমে পেশি সংযুক্ত থাকে।

তরুণাস্থি

♦         তরুণাস্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল কানেকটিভ টিস্যু।

♦         তরুণাস্থি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক।

♦         কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় অবস্থান করে।

♦         তরুণাস্থি সাদা, নীলাভ ও চকচকে।

♦         অস্থিতে টেনডনের মাধ্যমে পেশি সংযুক্ত থাকে না।

মন্তব্যসাতদিনের সেরা