kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

সহজ পাঠ

বিজ্ঞান

সকল প্রাণিকোষে সেন্ট্রোসোম থাকে; কিন্তু উদ্ভিদকোষে থাকে না

১৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপার্থক্য

উদ্ভিদকোষ

১.         উদ্ভিদকোষে পুরু কোষপ্রাচীর থাকে।

২.         উদ্ভিদকোষে কোষগহ্বর আকারে অনেক বড়।

৩.        বিভিন্ন ধরনের প্লাস্টিড থাকে।

৪.         সাধারণত উদ্ভিদকোষে সেন্ট্রোসোম থাকে না।

৫.         অণুবীক্ষণযন্ত্রে গলজি বস্তুর উপস্থিতি কম দেখা যায়।

৬.        উদ্ভিদকোষে সঞ্চিত খাদ্য মূলত শ্বেতসার।

প্রাণিকোষ

১.         প্রাণিকোষে কোষপ্রাচীর নেই।

২.         প্রাণিকোষে ছোট ছোট কোষগহ্বর থাকে

৩.        প্লাস্টিড নেই।

৪.         প্রাণিকোষে সর্বদা সেন্ট্রোসোম থাকে।

৫.         অণুবীক্ষণ যন্ত্রে প্রায়ই গলজি বস্তু দেখা যায়।

৬.        প্রাণিকোষে সঞ্চিত খাদ্য মূলত গ্লাইকোজেন।

মন্তব্যসাতদিনের সেরা