kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

বৈশিষ্ট্য

কৃষি প্রযুক্তি

[ষষ্ঠ শ্রেণির কৃষি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কৃষি প্রযুক্তির ওপর আলোচনা আছে]

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকৃষি প্রযুক্তি

যুগে যুগে চাষাবাদের জন্য মানুষ উদ্ভাবন করছে নতুন নতুন কৌশল বা প্রযুক্তি। কৃষি সমস্যা সমাধানে এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সময়ের প্রযুক্তির মধ্যে রয়েছে—পাওয়ার টিলার, ট্রাক্টর। নিচে কৃষি প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো—

 

♦ এর মধ্যে নতুনত্ব থাকবে।

♦ কৃষিকাজ সহজ করবে।

♦ অধিক উৎপাদনের নিশ্চয়তা থাকবে।

♦ খরচ কম কিন্তু লাভ বেশি হবে।

♦ সময় কম লাগবে।

মন্তব্যসাতদিনের সেরা