kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

জানা-অজানা

মারিয়ানা খাত

[নবম ও দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায়ে মারিয়ানা খাতের কথা উল্লেখ আছে]

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমারিয়ানা খাত

বিশ্বের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা খাত। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের আগে এ সমুদ্র খাতের অবস্থান। বৃত্তচাপের আকারে প্রায় দুই হাজার ৫৫০ কিলোমিটার এলাকাজুড়ে এটি বিস্তৃত। এর গড় বিস্তার ৬৯ কিলোমিটার। মারিয়ানা খাতের দক্ষিণ প্রান্তে পৃথিবীর গভীরতম বিন্দু ‘চ্যালেঞ্জার ডিপ’ রয়েছে। এর গভীরতা প্রায় ১১ হাজার ৩৪ মিটার, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার। ১৯৫১ সালে ‘এইচএমএস চ্যালেঞ্জার ২’ নামের জাহাজের নাবিকরা এ বিন্দু আবিষ্কার করেন। পরে জাহাজটির নামানুসারেই স্থানটির নাম রাখা হয়। খাতের গভীরতম অংশে পানির চাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি। ফলে পানির ঘনত্বও স্বাভাবিকের তুলনায় ৫ শতাংশ বেশি। সূর্যের আলো এত গভীরতায় পৌঁছাতে পারে না। তবে সেখানে ব্যারোফিলিক ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে।        

♦ আব্দুর রাজ্জাক

মন্তব্যসাতদিনের সেরা