kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

এইচএসসি প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

নবম অধ্যায় : সমন্বয় সাধন

১।        কোন প্রক্রিয়ায় ব্যবস্থাপক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন?

            ক) পরিকল্পনা               খ) নির্দেশনা      গ) সমন্বয় সাধন         ঘ) নিয়ন্ত্রণ

২।         সমন্বয় সাধন ব্যবস্থাপনার একটি—

            ক) উদ্দেশ্য                    খ) কার্যাবলি     গ) গুরুত্ব                       ঘ) বৈশিষ্ট্য

৩।        ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে?

            ক) পরিকল্পনা               খ) সংগঠন        গ) কর্মীসংস্থান              ঘ) সমন্বয় সাধন

৪।        কার্যকর সমন্বয়ের পূর্বশর্ত হলো—

            i. সহজ সংগঠন

            ii. সমন্বিত উদ্দেশ্য

            iii. কার্যকর যোগাযোগ ব্যবস্থা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

            উদ্দীপকটি পড়ে ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            একটা প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগে যেখানে ৮০ জন শ্রমিক লাগে, সেখানে ৬০ জন এবং বিক্রয় বিভাগ যেখানে ২৫ জন কর্মী লাগে, সেখানে ৩৫ জন কর্মী কাজ করছে।

৫।        প্রতিষ্ঠানে সমন্বয়ের কোন নীতি ভঙ্গ হচ্ছে?

            ক) ভারসাম্যের নীতি

            খ) দলীয় সমঝোতার নীতি

            গ) প্রারম্ভে শুরুর নীতি

            ঘ) কার্যগুলোর সুসংহতকরণের নীতি

৬।        প্রারম্ভে শুরুর নীতি ব্যবস্থাপনার কোন কাজের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ?

            ক) সংগঠন                   খ) কর্মীসংস্থান গ) নির্দেশনা                  ঘ) সমন্বয়

৭।        কে সমন্বয়ের নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন?

            ক) F.W. Taylor                        খ) Henry Fayol                                   

গ) Elton Mayo                         ঘ) Mary Parker Follett

৮।       সমন্বয় সাধনের বৈশিষ্ট্য হলো—

            i. উদ্দেশ্যাভিমুখিতা

            ii. সর্বক্ষেত্রে প্রযোজ্যতা

            iii. দলীয় প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ততা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৯।        অনুরাধা টেক্সটাইল লিমিটেডের উৎপাদন প্রক্রিয়ার কাজ চলছে। এ ক্ষেত্রে প্রতিটি পদ্ধতির কাজ নিরবচ্ছিন্নভাবে চালাতে নিচের কোন কাজটি অধিক গুরুত্বপূর্ণ?

            ক) পরিকল্পনা               খ) সংগঠন        গ) সমন্বয় সাধন           ঘ) প্রেষণা

১০। কাজের ছন্দঃপতন রোধ করতে পারে কোনটি?

            ক) পরিকল্পনা               খ) নির্দেশনা      গ) প্রেষণা                      ঘ) সমন্বয় সাধন

১১। সমন্বয় সাধনের ক্ষেত্রে কাজ কখন করতে হয়?

            ক) পরিকল্পনা অনুযায়ী কাজের শুরুতে

            খ) কর্মীদের উৎসাহিত করার পর

            গ) পরিকল্পনা বাস্তবায়ন কাল শেষে

            ঘ) পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সব পর্যায়ে

১২।      কর্মীদের মধ্যে সর্বোচ্চ ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়—

            i. প্রত্যক্ষ সম্পর্ক স্থাপন করে

            ii. পারস্পরিক যোগাযোগ করে

            iii. লিখিত নির্দেশ দিয়ে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১৩। সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে প্রথমত কোন ধরনের সমস্যা দেখা দেয়?

            ক) ব্যয় বৃদ্ধি পায়                                              খ) ফাঁকিবাজি বাড়ে                              গ) বিশৃঙ্খলা সৃষ্টি হয়                              ঘ) অবাধ্যতার সৃষ্টি হয়

১৪।      কার্যকর সমন্বয়ের মুখ্য পূর্বশর্ত নিচের কোনটি?

            ক) উত্তম কার্য পরিবেশ                          খ) সমন্বিত উদ্দেশ্য ও পরিকল্পনা                       গ) উপকরণাদির কার্যকর জোগান                        ঘ) কার্যকর তত্ত্বাবধান

১৫। নিচের কোনটি সমন্বয় অর্জনে বাধার সৃষ্টি করে?

            ক) দক্ষতা                     খ) ধারাবাহিকতা         গ) দলগত প্রচেষ্টা           ঘ) দ্বৈত অধীনতা

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. ঘ।

মন্তব্যসাতদিনের সেরা