kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

অষ্টম শ্রেণি

বাংলা

মোছাম্মাৎ সুমি বেগম, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা

১৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবাংলা

বহু নির্বাচনী প্রশ্ন

১।        অতিথির স্মৃতি গল্পে ভজন শুরু হয় রাত কয়টায়?

            ক) ৩টায়          খ) ৪টায়           গ) ভোরে          ঘ) সন্ধ্যায়

২।         প্রাচীরের ধারে কোন গাছটি ছিল?

            ক) হিজল         

            খ) জারুল        

            গ) ইউক্যালিপটাস         ঘ) পাইন

৩।        অতিথির স্মৃতি গল্পে পাখিগুলো ভোরবেলা বসত—

            i. অতিথিশালার বকুলকুঞ্জে

            ii. পাশের বাড়ির আমগাছে

            iii. পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৪।        অতিথির স্মৃতি গল্পের মূল চেতনা কী?

            ক) কুকুর সম্পর্কে সচেতনতা

            খ) মানুষের প্রতি সংবেদনশীলতা

            গ) প্রকৃতি ও পরিবেশের তাৎপর্য

            ঘ) প্রাণীর প্রতি সংবেদনশীলতা

৫।        লালন জাতের ফাতা কয় বাজারে বিক্রি করেছেন?

            ক) তিন বাজারে

            খ) পাঁচ বাজারে

            গ) সাত বাজারে

            ঘ) নয় বাজারে

৬।        ‘মানবধর্ম’ কবিতার চরণ সংখ্যা কত?

            ক) ১০টি           খ) ১২টি গ) ১৪টি          ঘ) ১৫টি

৭।        ‘নিচু জাতের মেয়ে হওয়া সত্ত্বেও মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে।’ লালনের সঙ্গে মৃত্যুঞ্জয়ের কোন দিক দিয়ে মিল রয়েছে

            ক) অসাম্প্রদায়িক চেতনা          খ) নিচু জাতের প্রতি করুণা

            গ) আত্মমর্যাদার অভাব             ঘ) স্বার্থপরতা

৮।       ‘মূলে এক জল, সে যে ভিন্ন নয়’—এখানে মূলে শব্দ দিয়ে কী বোঝানো হয়েছে?

            ক) প্রকৃত স্বরূপে

            খ) ধর্ম পরিচয়ে

            গ) পাত্র অনুসারে

            ঘ) বর্ণ পরিচয়ে

৯।        জল ভিন্ন জানায় কী অনুসারে?

            ক) কুয়ো অনুসারে

            ঘ) বর্ণ অনুসারে

            গ) পাত্র অনুসারে

            ঘ) চিহ্ন অনুসারে

১০।      ওকি চণ্ডাল/নহে ও ঘৃণ্য জীব

            হতে পারে হরিশচন্দ্র, ঐ শ্মশানের শিব।

            মানব ধর্ম কবিতার কোন ভাবটি এখানে প্রাসঙ্গিক?

            ক) জাতের সমতা

            খ) সম্প্রদায় ভেদ

            গ) বংশের গৌরব

            ঘ) ধর্মের ভিন্নতা

১১।      লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?

            ক) ১৯৭২          খ) ১৮৭২

            গ) ১৭৭২           ঘ) ১৭৭৫

১২।      মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

            ক) সামাজিক খ) ধর্মীয়

            গ) মানবিক ঘ) পেশাগত

১৩।      অতিথির স্মৃতি গল্পের মূল নাম কী?

            ক) স্মৃতিকথা

            খ) দেওঘরের স্মৃতি

            গ) রেঙ্গুনের স্মৃতি

            ঘ) কুকুরের স্মৃতি

১৪।      পাখিদের আনাগোনা কখন শুরু হয়?

            ক) সন্ধ্যায়

            খ) রাতের শেষে

            গ) সকালে

            ঘ) সাঁঝের বেলায়

১৫।      ‘বড়দিদি’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

            ক) ভারতী       

            খ) সমাচার

            গ) সংবাদ প্রভাকর

            ঘ) শিখা

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ক ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. গ ৭. ক ৮. ক ৯. গ ১০. ক ১১. গ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক।

মন্তব্যসাতদিনের সেরা