kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

অষ্টম শ্রেণির প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আল-এমরাতুন সুখী, সহকারী শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেঅষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো

১।        বাংলায় ইংরেজদের শাসন চলে কোন সাল পর্যন্ত?

            ক) ১৭৫৭ সাল  

            খ) ১৮৫৭ সাল 

            গ) ১৯১১ সাল  

            ঘ) ১৯৪৭ সাল

২।         বাঙালি পাল রাজারা কত বছর বাংলাকে শাসন করেন?

            ক) একশ বছর             

            খ) দুইশ বছর   

            গ) তিনশ বছর

            ঘ) চারশ বছর

৩।        কার মৃত্যুর পর একশ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে?

            ক) অশোক        খ) শশাঙ্ক

            গ) গোপাল        ঘ) ধর্মপাল

৪।        কত সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে?

            ক) ১২০৬ সালে

            খ) ১৩৩৮ সালে           

            গ) ১৫৩৮ সালে           

            ঘ) ১৫৭৬ সালে

৫।        বাংলায় দিল্লির মুসলিম সুলতানদের ইকলিমগুলো যে যে নামে পরিচিত ছিল—

            i. লখনৌতি

            ii. সাতগাঁও

            iii. সোনারগাঁও

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৬।        কত সালে ভাস্কো-দা-গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

            ক) ১৩৯৮ সালে           

            খ) ১৪৯৮ সালে           

            গ) ১৬৪৮ সালে           

            ঘ) ১৬৮০ সালে

৭।        ১৬৮২ সালে ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে হুগলিতে আসেন—

            ক) উইলিয়াম হেজেজ   

            খ) ওয়ারেন হেস্টিংস     

            গ) লর্ড কর্নওয়ালিস      

            ঘ) লর্ড হার্ডিঞ্জ

            নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ১৭৫৬ সালে মাত্র ২২ বছরে ‘ক’ বাংলার নবাব হন; কিন্তু ১৭৫৭ সালেই তিনি ইংরেজদের কাছে পরাজিত ও নিহত হন।

৮।       কোন যুদ্ধের মাধ্যমে উদ্দীপকে বর্ণিত ‘ক’-এর পতন ঘটে?

            ক) বক্সাসের যুদ্ধ          

            খ) পলাশীর যুদ্ধ

            গ) পানি পথের যুদ্ধ       

            ঘ) সিপাহি বিদ্রোহ

৯।        উক্ত যুদ্ধে তাঁর পরাজিত হওয়ার কারণ—

            i. বড় খালা ঘসেটি বেগমের ষড়যন্ত্র

            ii. সিপাহসালার মীরজাফর আলী খানের ষড়যন্ত্র

            iii. বণিক শ্রেণির ষড়যন্ত্র

 

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১০।      ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কত সালে হয়?

            ক) ১০৭৬        

            খ) ১১৭৬        

            গ) ১২৭৬         

            ঘ) ১৩৭৬

১১।      ১৭৭০ সালের দুর্ভিক্ষের কারণ—

            i. দ্বৈতশাসন

            ii. তিন বছরের অনাবৃষ্টি

            iii. চিরস্থায়ী বন্দোবস্ত চালু

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১২।      ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়—

            ক) কলকাতা মাদরাসা 

            খ) সংস্কৃত কলেজ         

            গ) কলকাতা বিশ্ববিদ্যালয়        

            ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়

১৩।      বঙ্গভঙ্গ কবে হয়েছিল?

            ক) ১৯০৩ সালে

            খ) ১৯০৫ সালে

            গ) ১৯০৬ সালে

            ঘ) ১৯১১ সালে

১৪।      নবজাগরণের ফলাফল হলো—

            i. সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার

            ii. দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ

            iii. স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধের উন্মেষ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১৫।      কত সালে মুসলিম লীগ ‘দ্বি-জাতিতত্ত্বের’ ভিত্তিতে ভারত বিভক্তির পরিকল্পনা প্রদান করে?

            ক) ১৯৪০ সালে

            খ) ১৯৪৩ সালে

            গ) ১৯৪৬ সালে

            ঘ) ১৯৪৭ সালে

 

উত্তর : ১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক।

মন্তব্যসাতদিনের সেরা