kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

অষ্টম শ্রেণির প্রস্তুতি

গণিত

মোহম্মদ শেহার আলী, সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকাা

১৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেগণিত

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত বই থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো

১।        স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে—

            i. ৩ক+১ রাশিটির ১০তম পদ ৩১

            ii. ৩ ক্রমের ম্যাজিকবর্গে ম্যাজিক সংখ্যা ১৫

            iii. ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫টি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২। ২৫ সংখ্যাটি সম্পর্কে আমরা যা জানি—

            i. এটি দুটি বর্গ সংখ্যার সমষ্টি

            ii. এটি তিনটি মৌলিক সংখ্যার সমষ্টি

            iii. এটি একটি বর্গ সংখ্যা

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৩।        ১, ৩, ৫, ৭,... ৩১ সংখ্যাগুলো—

            i. মৌলিক সংখ্যা

            ii. বিজোড় সংখ্যা

            iii. সংখ্যাগুলোর যোগফল ২৫৬

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৪।        (ক২-১) একটি বীজগণিতীয় রাশি

            i. ১ম পদ ০;

            ii. ১ম তিনটি পদের সমষ্টি ১১

            iii. প্রত্যেক পদ বিজোড়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৫। ২, ৪, ৮, ১৬, ... প্যাটার্নটিতে-

            i. পদগুলোর পার্থক্য ২, ৪, ৮, ...

            ii. ১ম পদের ঘন ৩য় পদ

            iii. ৪র্থ পদের বর্গমূল ২য় পদ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৬। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে—

            i. ৩ ক্রমের ম্যাজিক সংখ্যা হবে ১৫

            ii. ৬২ + ৮২ = ১৪২

            iii. ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ৫৫

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii          

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

            নিচের চিত্রের আলোকে (৭-৮) নম্বর প্রশ্নের উত্তর দাও :

            নিচের চিত্রগুলো সমান দৈর্ঘ্যের কিছু রেখাংশ দ্বারা তৈরি।

৭।        পাশাপাশি চিত্রের রেখাংশের সংখ্যার পার্থক্য কত?

            ক) ৩    খ) ৪                 গ) ৫     ঘ) ৬

৮।       উপরিউক্ত চিত্রের রেখাংশের সংখ্যাকে নিম্নের কোন বীগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করা যায়?

            ক) ৩ক—১         খ) ৩ক+১                     গ) ৪ক+১          ঘ) ৪ক—১

৯।        প্যাটার্নের পরবর্তী চিত্রে রেখাংশের সংখ্যা কত হবে?

            ক) ১০  খ) ১২               গ) ১৩  ঘ) ১৪

 

উত্তর : ১. ক ২. ঘ ৩. গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ।

মন্তব্যসাতদিনের সেরা