kalerkantho

মঙ্গলবার । ৩০ আষাঢ় ১৪২৭। ১৪ জুলাই ২০২০। ২২ জিলকদ ১৪৪১

এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

১০ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেজীববিজ্ঞান দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

চতুর্থ অধ্যায়

মানব শারীরতত্ত্ব : রক্ত ও সঞ্চালন

১।        অক্সিজেন পরিবহনে সহায়তাকারী রক্তকণিকার নাম কী?

            ক) লিম্ফোসাইট

            খ) মনোসাইট

            গ) এরিথ্রোসাইট

            ঘ) থ্রোম্বোসাইট

২।         নিচের কোনটির তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপোয়েসিস বলে?

            ক) লোহিত রক্তকণিকা

            খ) অনুচক্রিকা

            গ) প্লাজমা

            ঘ) শ্বেত রক্তকণিকা

৩।        নিচের কোন কোন অঙ্গে এরিথ্রোসাইট ধ্বংস হয়?

            ক) যকৃত ও অগ্ন্যাশয়

            খ) লসিকাগ্রন্থি ও টনসিল

            গ) যকৃত ও প্লীহা

            ঘ) বৃক্ক ও অস্থিমজ্জা

৪।        মানবদেহের নিউক্লিয়াসবিহীন কোষের নাম—

            ক) স্নায়ুকোষ

            খ) শ্বেত রক্তকণিকা

            গ) লোহিত রক্তকণিকা

            ঘ) এপিথেলিয়াম কোষ

৫।        কোন রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে?

            ক) ইওসিনোফিল

            খ) নিউট্রোফিল

            গ) বেসোফিল

            ঘ) মনোসাইট

৬।        কোনটি রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে?

            ক) হেপারিন

            খ) হিস্টামিন

            গ) থ্রম্বোপ্লাস্টিন

            ঘ) সেরাটোনিন

৭।        স্বাভাবিক অবস্থায় রক্তনালিতে রক্ত জমাট বাঁধে না। কারণ হলো—

            i. রক্ত প্রচণ্ড গতিতে অবিরাম প্রবহমান থাকে

            ii. রক্তে হেপারিন নামক উপাদান থাকে

            iii. রক্তনালির ভেতরের প্রাচীর অমসৃণ থাকে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৮।       রক্ত তঞ্চনের জন্য নিচের কোনটি সঠিক?

            উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৯।        কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

            ক) A    খ) B

            গ) C     ঘ) A ও B

১০।      কোনটি অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড পরিবহন করে?

            ক) A    খ) B

            গ) C     ঘ) A ও B

            ওপরের চিত্র থেকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১১।      চিত্রের অঙ্গটির কোন অংশে O2 বিহীন রক্ত জমা হয়?

            ক) P     খ) Q

            গ) R     ঘ) S

১২।      চিত্রের S অংশ থেকে রক্ত কোন রক্তনালিতে প্রবেশ করে?

            ক) সুপিরিয়র ভেনাক্যাভা

            খ) অ্যাওর্টা

            গ) পালমোনারি ধমনি

            ঘ) ইনফেরিওর ভেনাক্যাভা

            উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩।      ‘A’ চিহ্নিত অংশটির নাম কী?

            ক) বাইকাসপিড কপাটিকা

            খ) ট্রাইকাসপিড কপাটিকা

            গ) অ্যাওর্টিক কপাটিকা

            ঘ) পালমোনারি কপাটিকা

১৪।      ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে?

            উদ্দীপকটির সাহায্যে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৫।      ‘X’ চিহ্নিত অংশের বৈশিষ্ট্য কোনটি?

            ক) মাকু আকৃতির

            খ) নিউক্লিয়াস একাধিক

            গ) নলাকার ও শাখান্বিত

            ঘ) ঐচ্ছিক

১৬।     অঙ্গটিতে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের সঠিক অনুক্রম কোনটি?

            উদ্দীকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            মানুষের হৃৎপিণ্ড একটি পাম্প অঙ্গ। এটি স্বয়ংক্রিয়ভাবে হৃদ্‌স্পন্দন তৈরি করে এবং বিশেষ বাহিকার মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে।

১৭।      উদ্দীপকে উল্লিখিত অঙ্গে কোনটি বিদ্যমান থাকে?

            i. SAN

            ii. পারকিনজি তন্তু

            iii. ঐচ্ছিক পেশি

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                                   খ) i ও iii

            গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

১৮।     উদ্দীপকে উল্লিখিত রক্তবাহিকার বৈশিষ্ট্য হলো—

            i. প্রাচীর পুরু                             ii. কপাটিকা থাকে না

            iii. লুমেন বড়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                                   খ) i ও iii

            গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

১৯।      নিচের কোন ক্রমটি সঠিক?

২০।      কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়?

            ক) সাইনো অ্যাট্রিকুলার নোড (SAN)

            খ) অ্যান্ট্রি ও ভেন্ট্রিকুলার নোড (AVN)

            গ) পারকিনজি তন্তু

            ঘ) বান্ডল অব হিজ

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. ক।

মন্তব্যসাতদিনের সেরা