kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সপ্তম শ্রেণি

গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেগণিত

বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

মূলদ ও অমূলদ সংখ্যা

 

            তথ্যের আলোকে (১-৩) নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ৭৪২৮ পূর্ণ বর্গসংখ্যা।

১।        ক্ষুুদ্রতম সংখ্যাটি কত?

            ক) ৩৭              খ) ১৫                           গ) ২১               ঘ) ৩

২।         পূর্ণবর্গ সংখ্যাটি কত?

            ক) ৬৫৬১                    খ) ৬৫৮৩                                গ) ৬৫৯২                                                          ঘ) কোনোটিই নয়

৩।        পূর্ণবর্গ সংখ্যাটির বর্গমূল কত?

            ক) ৭৮             খ) ৭৯                          গ) ৮০              ঘ) ৮১

            তথ্যের আলোকে (৪-৬) নম্বর প্রশ্নের উত্তর দাও :

            ৪ ও ৬ দুটি সংখ্যা

৪।        সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত?

            ক) ৪৯              খ) ৫২                           গ) ৬০              ঘ) ৬৪

৫।        সংখ্যা দুটির গুণফল থেকে কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে?

            ক) ৪                             খ) ৫                             গ) ৬                            ঘ) ৮

৬।        সংখ্যা দুটির গুণফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

            ক) ৪                             খ) ৩                            গ) ২                             ঘ) ১

৭।        কোনো বাগানে ২২৫টি চারাগাছ বর্গাকারে সাজানো আছে। প্রত্যেক সারিতে চারার সংখ্যা কত?

            ক) ১২               খ) ১৩                          গ) ১৪               ঘ) ১৫

৮।       কোনো সংখ্যার—

            i. শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকলে তা পূর্ণবর্গ হবে

            ii. ডানদিকে জোড় সংখ্যক শূন্য হলে তা পূর্ণবর্গ হতে পারে

            iii. একক স্থানীয় অঙ্ক থেকে বাঁ দিকে এক অঙ্ক পর পর যতটি ফোঁটা দেওয়া যায়, সংখ্যাটির বর্গমূল তত অঙ্কবিশিষ্ট হবে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                       গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

৯।        নিচের তথ্যগুলো লক্ষ করো :

            i. উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়

            ii. গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়

            iii. ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                       গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১০।      ৮৬৫৫ একটি সংখ্যা—

            i. এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে

            ii. সংখ্যাটি থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে

            iii. সংখ্যাটির গুণ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা যায়

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                       গ) ii ও iii          ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. ঘ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ক।

মন্তব্যসাতদিনের সেরা