kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

ষষ্ঠ শ্রেণি

গণিত

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেগণিত

বহু নির্বাচনী প্রশ্ন

প্রথম অধ্যায়

১।        পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়?

            ক) ৯টি খ) ১০টি                       গ) ১১টি            ঘ) ৮টি

২।         নিচের কোনগুলো স্বাভাবিক সংখ্যা?

            ক) ০, ১, ২, ৩    খ) ১, ২, ৩, ৪, ০            গ) ১, ৩, ৭, ৮   ঘ) ১, ০, ৬, ৭

৩।        সার্থক অঙ্ক কয়টি?

            ক) ৭টি খ) ১০টি                       গ) ৮টি ঘ) ৯টি

৪।        সংখ্যা প্রকাশের রীতি হলো—

            i. দশ-গুণোত্তর   ii. সাত-গুণোত্তর            iii. দশমিক

            ওপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

            ক) i ওii                        খ) i ও iii                      

            গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

৫।        কোনো অঙ্ক এক এক স্থান করে বাঁ দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর কত বৃদ্ধি পাবে?

            ক) এক গুণ       খ) দুই গুণ                     গ) দশ গুণ         ঘ) তিন গুণ

৬।        ৩৩৩ সংখ্যাটির ডানদিক থেকে দ্বিতীয় ৩-এর স্থানীয় মান কত?

            ক) ৩                খ) ৩০              গ) ৩৩  ঘ) ১০

৭।        কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কী বলে?

            ক) সংখ্যা পাতন           খ) অঙ্ক পাতন   গ) দশভিত্তিক    ঘ) প্রতীক পাতন

৮।       সংখ্যায় ব্যবহৃত কোনো অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে কী বলে?

            ক) সার্থক মান  খ) অঙ্ক পাতন   গ) স্থানীয় মান  ঘ) নিজস্ব মান

            ১২০৩৭ একটি সংখ্যা। এ তথ্যের আলোকে (৯-১১) নম্বর প্রশ্নের উত্তর দাও :

৯।        সংখ্যাটিতে কয়টি সার্থক অঙ্ক আছে?

            ক) ৫টি খ) ৪টি              গ) ২টি  ঘ) ৩টি

১০। ৩-এর স্থানীয় মান কত?

            ক) ৩                খ) ৩০              গ) ৩০০            ঘ) ১০

১১। ২-এর স্বকীয় মান কত?

            ক) ২০   খ) ২০০০                      গ) ২০০ ঘ) ২

১২। ৩, ৬, ১, ২, ৫, ৭, ৯ অঙ্গগুলো একবার মাত্র ব্যবহার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?

            ক) ৯৭৬৫৩২১  খ) ৫৭৩১২৩৬  গ) ১২৩৫৬৭৯  ঘ) ১২৩৫৬৯৭

১৩। কত লাখে পাঁচ মিলিয়ন?

            ক) ৫০              খ) ৫০০                       

            গ) ৫০০০            ঘ) ৫০,০০০

১৪। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০          প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?

            ক) ১                 খ) ৪                 গ) ৯                 ঘ) ১০

১৫। ২৩০০৫ সংখ্যাটিতে ৩-এর স্থানীয় মান নিচের কোনটি?

            ক) ৩০  খ) ৩০০                        গ) ৩০০০          ঘ) ৩০০৫

১৬। ৫৫৫২ সংখ্যাটিতে ২-এর স্থানীয় মান নিচের কোনটি?                                

            ক) ২                 খ) ৫০               গ) ৫০০ ঘ) ৫০০০

১৭। ৮০৫৩ সংখ্যাটিতে ৮-এর স্থানীয় মান নিচের কোনটি?

            ক) ৮০ খ) ৮০০                       গ) ৮০০০         ঘ) ৮০০০০

১৮। সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?

            ক) ৯৯৯৯৯৯    খ) ৯৯৯৯৯       গ) ৯৯৯৯৯৯৯  ঘ) ৯০৯৯৯৯

১৯। যেকোনো সংখ্যায় কমা ব্যবহার করলে সংখ্যাটির ডানদিক থেকে কম অঙ্ক পরে কমা দিতে হয়?

            ক) দুই   খ) তিন                        গ) চার ঘ) এক

২০। নিযুতের ঘরে ৫ এবং লাখের ঘরে ৪ থাকলে কিভাবে পড়তে হয়?

            ক) ৫৪ হাজার   খ) ৪৫ লাখ       গ) ৫৪ লাখ       ঘ) ৫ লাখ

২১। নিচের কোনটি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা?

            ক) ১০০০          খ) ১০১০                      গ) ৯৯৯৯         ঘ) ১০০০০

২২। কমা ব্যবহার করলে নিচের কোনটি সঠিক?

            ক) ৯, ৮৭, ৫৪৭, ৩২১               খ) ৯, ৮৭, ৫৪, ৭, ৩২১            

           গ) ৯৮, ৭৫, ৪৭, ৩২১                ঘ) ৯৮, ৭৫, ৪৭৩, ২১

২৩। পাঁচ লাখ নব্বই হাজার সাত-কে অঙ্কে লিখলে নিচের কোনটি সঠিক?

            ক) ৫৯০০৭৭     খ) ৫৯০০৭        গ) ৫৯০০০৭      ঘ) ৫০৯০০০৭

২৪। ৩২০৭৭০ কে কিভাবে পড়তে হয়?

            ক) বত্রিশ লাখ সত্তর                   খ) তিন লাখ বিশ হাজার সাত শ সত্তর  

            গ) তিন লাখ বিশ হাজার                       ঘ) বত্রিশ নিযুত সাত শ সত্তর

২৫। নিচের তথ্যগুলো লক্ষ করো :

            i. অযুতের ঘরে ৩ এবং হাজারের ঘরে ২ হলে দুই ঘরের অঙ্ক মিলিয়ে বত্রিশ হাজার পড়তে হয়

            ii. দেশীয় রীতিতে সংখ্যার ডান দিক থেকে পঞ্চম স্থানকে অযুত বলা হয়

            iii. যেকোনো সংখ্যায় কমা ব্যবহার করলে, সংখ্যাটির ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা এবং এরপর এক অঙ্ক পর কমা বসাতে হয়

            ওপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii                      

           গ) ii ও iii                       ঘ) i, ii ও iii

 

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. গ ২৩. গ ২৪. খ ২৫. ক।

মন্তব্যসাতদিনের সেরা