kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

এইচএসসি প্রস্তুতি

জীববিজ্ঞান প্রথম পত্র

সুনির্মল চন্দ্র বসু সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল

২ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৪ মিনিটেজীববিজ্ঞান প্রথম পত্র

সৃজনশীল প্রশ্ন

পঞ্চম অধ্যায় : শৈবাল ও ছত্রাক

 

চিত্র দুটি দেখো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) মাইসেলিয়াম কী?    ১

খ) ইউকার্পিক ও হলোকার্পিক ছত্রাক বলতে কী বোঝো? ২

গ) উদ্দীপকের নমুনা B এর ফ্রুটবডির গঠন ব্যাখ্যা করো।          ৩

(ঘ) উদ্দীপকের নমুনা A এবং নমুনা B এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।             ৪

উত্তর : ক) অনেক হাইফি একত্রে কোনো ছত্রাকদেহ গঠন করলে তাকে মাইসেলিয়াম বলে।

খ) ছত্রাকের দেহের অংশবিশেষ প্রজননে অংশ নিলে এ ধরনের ছত্রাককে ইউকার্পিক ছত্রাক বলে। যেমন Saprolegnia.কোনো কোনো ছত্রাক প্রজাতির সমস্ত দেহকোষটিই জননকাজে ব্যবহৃত হয়, ফলে এ ধরনের ছত্রাকের দৈহিক ও জননাঙ্গের কোনো পার্থক্য থাকে না। এরূপ ছত্রাককে হলোকার্পিক ছত্রাক বলে। যেমন Synchytrium.

গ) উদ্দীপকের নমুনা B হলো Agaricus.

Agaricus-এর ফ্রুটবডির গঠন নিচে দেওয়া হলো— এটি মাটি বা আবাদ মাধ্যম থেকে ওপরে বাড়তে থাকে। পরিণত অবস্থায় এর দুটি অংশ থাকে।

(১) স্টাইপ : গোড়ার দিকে কাণ্ডের মতো অংশকে স্টাইপ বলে। স্টাইপের মাথায় যে চক্রাকার অংশ থাকে তাকে অ্যানুলাস বলে।

(২) পাইলিয়াস : ওপরের দিকে ছাতার মতো অংশকে পাইলিয়াস বলে। এর নিচের দিকে ঝুলন্ত অবস্থায় পর্দার মতো অংশকে গিল বা ল্যামলি বলে। ল্যামলিতে বহু ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙুলের মতো চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিওস্পোর উৎপন্ন করে স্পোরগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম তৈরি করে।

ঘ) উদ্দীপকের নমুনা A হলো Ulothrix. এটি একটি শৈবাল। উদ্দীপকের নমুনা B হলো Agaricus.

এটি একটি ছত্রাক। নিচে শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য দেওয়া হলো—

শৈবাল : ১। কোষে ক্লোরোফিল আছে। তাই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এরা স্বভোজী।          ২। এদের জন্য আলো অপরিহার্য।            ৩। এদের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত। ৪। এদের সঞ্চিত খাদ্য শ্বেতসার।

ছত্রাক : ১। কোষে ক্লোরোফিল নেই। তাই এরা খাদ্য তৈরি করতে পারে না। এরা পরভোজী। ২। এদের জন্য আলো প্রয়োজন নেই।     ৩। এদের কোষপ্রাচীর কাইটিন বা ছত্রাকীয় হাইফি দিয়ে গঠিত।                          ৪। এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তেলবিন্দু।

 

সপ্তম অধ্যায়

নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ

১। উদ্দীপক : শিক্ষক ব্যাবহারিক ক্লাসে ছাত্রদের দুই প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য দেখালেন। এক প্রকার উদ্ভিদের বীজ অনাবৃত অবস্থায় থাকে এবং অন্য প্রকার উদ্ভিদের বীজে আবরণ থাকে। ছাত্ররা উভয়ের মধ্যে মিল ও অমিল লক্ষ করল।

ক) ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম কী?           ১

খ) সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়?      ২

গ) উদ্দীপকের প্রথম প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।        ৩

ঘ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রকার উদ্ভিদগোষ্ঠী বৈশিষ্ট্যগতভাবে উন্নত—বিশ্লেষণ করো।           ৪

উত্তর : ক) ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম হলো Abelmoschus esculentus

(খ) সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ নিচে দেওয়া হলো—

১। Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীজুড়ে বিস্তৃত ছিল। এদের বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।

২। Cycadales বর্গের Cycas-সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জন্মাতে দেখা যায়।

৩। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির।

গ) উদ্দীপকের প্রথম প্রকার উদ্ভিদটি হলো নগ্নবীজী। নিচে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া হলো—

১। ফুলে গর্ভাশয় থাকে না।

২। ফল হয় না।

৩। বীজ নগ্ন অবস্থায় থাকে।

৪। আর্কিগোনিয়া সৃষ্টি হয়।

৫। সাধারণত দ্বিনিষেক হয় না।

ঘ) উদ্দীপকের দ্বিতীয় প্রকার উদ্ভিদগোষ্ঠীটি হলো আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদগোষ্ঠী বৈশিষ্ট্যগতভাবে নগ্নবীজী উদ্ভিদগোষ্ঠী থেকে উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলো—

আবৃতবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকায় ফল উৎপন্ন হয়। নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। তাই ফল উৎপন্ন হয় না।

আবৃতবীজী উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে। নগ্নবীজী উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে।

আবৃতবীজী উদ্ভিদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। নগ্নবীজী উদ্ভিদের আর্কিগোনিয়াম সৃষ্টি হয়।

নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না; কিন্তু আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে। দ্বিনিষেক ঘটে না বলে নগ্নবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে বলে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড, যা নিষেকের পর উৎপন্ন হয়।

মন্তব্যসাতদিনের সেরা