kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

জানা-অজানা

কবি আল মাহমুদ

[বিভিন্ন শ্রেণির বাংলা বইয়ে কবি আল মাহমুদের কথা উল্লেখ আছে]

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। জন্ম ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। পড়াশোনা করেন কুমিল্লা জেলার সাধনা হাই স্কুল এবং চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে। অল্প বয়স থেকেই তাঁর লেখালেখির ওপর আগ্রহ ছিল। ১৯৫৪ সালে চলে আসেন ঢাকায়। তখন থেকেই বিভিন্ন পত্রিকায় তাঁর কবিতা প্রকাশ পায়। কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত সাপ্তাহিক কাফেলায় লিখতেন। দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফরিডার হিসেবে কাজ করেছেন। ১৯৫৫ সালে কাফেলার সম্পাদক হিসেবে যোগ দেন। বিভিন্ন পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা-কলকাতার পাঠকদের কাছে আল মাহমুদ সুপরিচিত হন। কাব্যগ্রন্থ ‘লোক লোকান্তর’ (১৯৬৩) তাঁকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর ‘কালের কলস’ (১৯৬৬), ‘সোনালি কাবিন’ (১৯৬৬), ‘মায়াবী পর্দা দুলে উঠো’ (১৯৬৯) কাব্যগ্রন্থগুলো তাঁকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। ১৯৯৩ সালে বের হয় তাঁর প্রথম উপন্যাস ‘কবি ও কোলাহল’। আল মাহমুদ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে—একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অন্যতম। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

♦ আব্দুর রাজ্জাক

মন্তব্যসাতদিনের সেরা