kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

এইচএসসি প্রস্তুতি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র

পপেল চন্দ্র সাহা সহকারী অধ্যাপক, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী

১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র

বহু নির্বাচনী প্রশ্ন

সপ্তম অধ্যায় : প্রেষণা

১।        শ্রমিক-কর্মীদের কাজে অনুপ্রেরণা, উৎসাহ-উদ্দীপনা ইত্যাদি প্রদানকে কী বলে?

            ক) সংগঠন       খ) নির্দেশনা

            গ) নেতৃত্ব          ঘ) প্রেষণা

২।         Motivation শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে?

            ক) movere       খ) movare

            গ) moveree      ঘ) moveer

৩।        কর্মীদের মনোবল নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?

            ক) পরিকল্পনা                           খ) সংগঠন

            গ) নির্দেশনা                              ঘ) প্রেষণা

৪।        প্রেষণা কেন দেওয়া হয়?

            ক) কর্মীদের জাগ্রত করতে

            খ) কর্মীদের কাজে বাধ্য করতে

            গ) কর্মীদের কাজের প্রতি আগ্রহী করতে

            ঘ) কর্মীদের কার্যদক্ষতা বৃদ্ধি করতে

৫।        Motivation শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

            ক) ইংরেজি       খ) ল্যাটিন

            গ) জাপানি        ঘ) ইতালি

৬।        প্রেষণাদানের মূল উপায় কয়টি?

            ক) ২     খ) ৩

            গ) ৪     ঘ) ৫

৭।        প্রেষণাচক্রের প্রথম ধাপ কোনটি?

            ক) লক্ষ্য                                    খ) অভাববোধ

            গ) আচরণ        ঘ) তাড়না

৮।       ইতিবাচক প্রেষণার ফলে বৃদ্ধি পায়—

            i. উৎপাদনশীলতা

            ii. শ্রম ঘূর্ণায়মানতা

            iii. মনোবল

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                                   খ) i ও iii          

গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

৯।        প্রেষণাদানের আর্থিক উপায়ের মধ্যে পড়ে—

            i. ন্যায্য বেতন

            ii. মুনাফার অংশ

            iii. বোনাস

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১০।      নিচের কোনটি প্রেষণাদানের অনার্থিক উপায়?

            ক) বেতন          খ) বোনাস

            গ) চাকরির নিরাপত্তা

            ঘ) বাসস্থান ভাতা

            উদ্দীপকটি পড়ো এবং ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            রহমান ড্রাগস লিমিটেড বিক্রয়কর্মীদের প্রেষণা বৃদ্ধিতে বদ্ধপরিকর।

১১।      প্রতিষ্ঠানটির জন্য নিচের কোন প্রেষণা প্রক্রিয়াটি সর্বোত্তম হবে?

            ক) বিক্রয় কমিশন                                খ) চিকিৎসা সুবিধা

            গ) বীমা সুবিধা                                     ঘ) পরিবহন ভাতা

১২। প্রেষণা দিলে নিচের কোনটি বৃদ্ধি পায়?

            ক) কর্মীদের আচরণ

            খ) কর্মীদের কার্য সন্তুষ্টি

            গ) কর্মীদের প্রত্যাশা

            ঘ) কর্মীদের প্রতিশ্রুতি

১৩।      উচ্চ প্রেষণা সাধারণত কোনটির বৃদ্ধি ঘটাতে পারে?

            ক) উচ্চ সাফল্য খ) উচ্চ মনোবল

            গ) ফাঁকিবাজি   ঘ) কর্মদক্ষতা

১৪।      ব্যবস্থাপনার কোন কাজের সঙ্গে মনস্তাত্ত্বিক বিষয়টি প্রভাবযুক্ত?

            ক) পরিকল্পনা                           খ) কর্মীসংস্থান

            গ) যোগাযোগ              

            ঘ) প্রেষণা

১৫।      বাংলাদেশের পোশাক শ্রমিক নিচের কোনটিতে বেশি প্রণোদিত হয়?

            ক) কাজের প্রশংসা

            খ) প্রশিক্ষণ সুবিধা

            গ) উপযুক্ত মজুরি

            ঘ) ব্যক্তিগত ক্ষমতা বৃদ্ধি

 

উত্তর : ১. ঘ ২. ক ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. গ।

মন্তব্যসাতদিনের সেরা