kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

এসএসসি প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. মনজুরুল হক মজুমদার, সিনিয়র শিক্ষক, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৫ মিনিটেমডেল টেস্ট (পূর্ণমান: ২৫)

বহু নির্বাচনী প্রশ্ন

 

১।        যদি উইন্ডোজ চলন্ত অবস্থায় হ্যাং হয়ে যায়, সে ক্ষেত্রে কোন ড্রাইভারকে ফরমেট দেওয়া উচিত?

            ক) হার্ডডিস্ক                             খ) A ড্রাইভ

            গ) C ড্রাইভ                               ঘ) কোনোটাই নয়

২।         কিসের মাধ্যমে প্রয়োজনীয় রেকর্ড নিয়ে ডাটাবেজ তৈরি করা হয়?

            ক) ইমেজ                                  খ) শব্দ

            গ) ডাটাবেজ সফটওয়্যার         

            ঘ) রেকর্ড

৩।        কোনটি অবরোহী নির্দেশনা?

            ক) A.....B......C           

খ) 1......2.....3

            গ) -1......-2.....-3                      

ঘ) #......(0).....%

৪।        ডাটাবেজ হচ্ছে—

            i. তথ্যের অরক্ষিত এলাকা

            ii. একটি সফটওয়্যার

            iii. একটি বিশেষ পদ্ধতি, যা ডাটাকে দ্রুত ও সহজে বের করা যায়

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                                   খ) i ও iii

            গ) ii ও iii                      ঘ) i, ii ও iii

৫।        এক বা একাধিক ফিল্ডের সমন্বয়কে কী বলে?

            ক) সেল             খ) টেবিল

            গ) রো  ঘ) রেকর্ড

৬।        একটি অবজেক্টের বর্ডারকে কী বলে?

            ক) ফিল            খ) কালার

            গ) স্ট্রোক          ঘ) উইন্ডো

৭।        ফটোকপি ছবি সম্পাদনার প্রায় প্রতিটি পর্যায়ে কাজ কোনটির মাধ্যমে করতে হয়?

            ক) লেয়ার         খ) ল্যাসো

            গ) মার্কি           ঘ) স্ট্রোক

৮।       এডোবি ফটোশপের নিউ ডায়ালগ বক্সে প্রশস্ততা ও উচ্চতার ঘরে কোন একক দিতে হয়?

            ক) cm  খ) ft

            গ) inch ঘ) mm

৯।        এডোবি ফটোশপের ডিফল্ট রেজল্যুশন কত?

            ক) ৩৬             খ) ৪৮              গ) ৭২   ঘ) ৯২

১০। নতুন স্লাইড যুক্ত করতে বাটনে কোনটি চাপতে হবে?

            ক) Alt+M

খ) Ctrl+M

            গ) Shift+M                              

ঘ) Ctrl+N

১১।      কোনটি একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না?

            ক) ভিডিও        খ) অডিও

            গ) এনিমেশন    ঘ) টেক্সট

১২। A6 থেকে A9 সেলের গুণ করার জন্য ফর্মুলা হচ্ছে—

            i. =Product (A6 : A9)

            ii. = A6 : A9

            iii. = A6*A7*A8*A9

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                      খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

১৩। কোন ট্যাবে হেডার ও ফুটার গ্রুপ রয়েছে?

            ক) Home         খ) Insert

            গ) View                       ঘ) Page Layout

১৪। তথ্য অধিকার আইনের কততম ধারায় জনগণের জন্য তথ্যের গোপনীয়তার বিধান রয়েছে?

            ক) ৭     খ) ৮                গ) ৯     ঘ) ১০

১৫। কম্পিউটারের জন্য কোনটি ক্ষতিকর?

            ক) স্পাইওয়্যার

            খ) এন্টিভাইরাস

            গ) এন্টি স্পাইওয়্যার

            ঘ) হার্ডওয়্যার

১৬।     কম্পিউটার প্রগ্রামিং ধারণার প্রবর্তক কে?

            ক) চালর্স ব্যাবেজ                      খ) অ্যাডা রাভলেস

            গ) টিম বার্নাস লি

            ঘ) বিল গেটস

১৭। অ্যাপল ‘কম্পিউটার’ প্রতিষ্ঠানটি চালু হয়—

            ক) ১৯৭৬         খ) ১৯৮১

            গ) ১৯৮৫         ঘ) ১৯৯১

১৮। তথ্যের ডিজিটালাইজেশনের ফলে এখন সময় লাগে—

            ক) ৮০-৯০ শতাংশ

            খ) ৭০-৮০ শতাংশ

            গ) ১০-২০ শতাংশ

            ঘ) ২৫-৩৫ শতাংশ

১৯। অতি পরিচিতি কিছু ভাইরাস হলো—

            i. Vienna                                  ii. CIH

            iii. Kaspersky

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২০। ফ্রি-ল্যান্সিংয়ের কাজ করার জন্য প্রয়োজন—

            i. ইংরেজি ভাষার দক্ষতা

            ii. উন্নত নেটওয়ার্ক

            iii. ধৈর্য

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২১।      শতকরা হিসাব করার সঠিক ফর্মুলা কোনটি?

            ক) =A3/B3%  

খ) =A4/B4%

            গ) =A5/B5%   

ঘ) =A6/B6%

            উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও—

            সুমন অনার্স পাস করে চাকরির সন্ধান করছে। বন্ধু পরামর্শ দিল চাকরি না করেও আইসিটির এ যুগে ঘরে বসে অর্থ উপার্জন করা যায়।

২২। সুমন বন্ধুর পরামর্শ বাস্তবায়ন করতে প্রধানত প্রয়োজন—

            ক) একটি সুপার কম্পিউটার

            খ) কানেক্টিভিটি                                   গ) অনেক টাকা

            ঘ) ই-বুক রিডার

২৩। সুমনের বন্ধু তাকে কোন বিশেষ পদ্ধতির পরামর্শ দিয়েছিল?

            i. আউটসোর্সিং                         

ii. ফ্রি-ল্যান্সিং

            iii. ই-লানির্ং

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২৪। চৌকস ই-বুক থাকে

            i. অডিও           ii. ভিডিও

            iii. এনিমেশন

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii                       খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

২৫। মাল্টিমিডিয়া সিস্টেমে প্রধানত কয়টি মাধ্যম ব্যবহৃত হয়?

            ক) ২টি খ) ৩টি                         গ) ৪টি ঘ) ৫টি

 

উত্তর : ১. গ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. গ ৯. গ ১০.খ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. খ।

মন্তব্যসাতদিনের সেরা